মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে ফাঁসির দণ্ড বহাল রাখায় আনন্দ মিছিল করছে টেকনাফ উপজেলা ছাত্রলীগ। ১৮ নভেম্বর বিকাল ৪টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সোলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার নেতৃত্বে পৌর এলাকার শাপলা চত্তর হতে বিশাল আনন্দ মিছিল শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পূণরায় শাপলা চত্তরে এসে পথ-সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আলম চেয়ারম্যান। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সি.যুগ্ন-সাধারণ সম্পাদ ফজলুল কবির, দপ্তর সম্পাদক আবদুল মতিন ডালিম, সদস্য বশির আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি আহমদ সালাহ উদ্দিন মুরাদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: আবদুল ফারুক, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, যুগ্ন-সম্পাদক মিজানুউর রহমান, সাবেক প্রকাশনা সম্পাদক নুরুল আবছার, সাবেক প্রচার সম্পাদক দেলোয়ার সদর ইউনিয়ন সভাপতি মো: ইয়াকুব, সাধারণ সম্পাদক জহির আহমদ, হ্নীলা ইউনিয়ন সাধারণ সম্পাদক ছাবের খাঁন, শাহপরীরদ্বীপ ইউনিট সভাপতি আবদুল বাসেদ, হ্নীলা হাইস্কুল সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি সাদেক উল্লাহ, হ্নীলা মজিদিয়া মাদ্রসা সভাপতি সাইফুল করিম, সহ-সভাপতি সাদ্দাম হোছাইন, ছাত্রলীগ নেতা ইব্রাহীম, বাবলু, ফোরকান হামিদ ও রাশেল প্রমূখ। এসময় বক্তারা জামায়াত-বিএনপির নশাকতা প্রতিরোধে ছাত্রলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়া বৃহস্পতিবার জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহত করার ঘোষনা দেয়া হয়।-------
মোবাইল : ০১৮১৯-০৩৬৪৬০, ০১৭১২-২১৫৫৪৭. ই-মেইল : coxsbazaralo@gmail.com