শামসুল হক শারেক,কক্সবাজার :
ফাতেহায়ে ইয়াজ দাহুম উপলক্ষ্যে কক্সবাজার বায়তুশ শরফের দু’দিন ব্যাপী মাহফিল (২১ জানুয়ারী) শুরু হচ্ছে। জেলার বৃহত এই দ্বীনি মাহফিলকে ঘিরে দ্বীনদান মুসলমানদের মাঝে ব্যাপক সাড়াঁ পড়েছে। বায়তুশ শরফ কমপ্লেক্সে রাতদিন চলছে মাহফিলের প্রস্তুতি। (২০ জানুয়ারী) দুপুরের মধ্যে বায়তুশ শরফের প্রাণ পুরুষ পীর সাহেব বায়তুশ শরফ বাহারুল উলুম আল্লামা কুতুব উদ্দিন (মুদ্দাজজিল্লাহুল আলী) বায়তুশ শরফ কমপ্লেক্সে তশরীফ এনেছেন। বৃহষ্পতিবার বাদ ফজর থেকে মাহফিলের মুল কার্যক্রম শুরু হবে।
মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায় ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম জানান, আল্লাহর মেহেরবাণীতে মাহফিলের প্রস্তুতি প্রায় সমাপ্ত। ইতোমধ্যে পীর সাহেব হুজুর ও তশরীফ এনেছেন। তিনি আরো জানান, পরিবেশ পরিস্থিতি শান্ত থাকায় গত বছরের চেয়েও এবার মাহফিলে ভক্ত অনুরক্ত ও দ্বীনদার মুসলমানদের উপস্থিতি অনেক বেশী হবে।
প্রতিবছর ১০ রবিউসসানি হযরত আব্দুল কাদের জিলানী রঃ এর ইছালে ছওয়াব উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফে দু’দিনের ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। মাহফিলের কর্মসূচীর মধ্যে রয়েছে, খতমে কোরআন, খতমে বোখারী, খতমে সুরা অনাম, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, তাওবা, ইসতিগফার, বায়াত, সালাতুত তাহাজ্জুদ, জিকির মাহফিল, মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ। ২১ জানুয়ারী মাহফিল শুরু হয়ে ২২ জানুয়ারী বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
এদিকে মাহফিল সফল করার লক্ষ্যে একপ্রস্তুতি সভা আজ সন্ধ্যায় বায়তুশ শরফ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফের প্রাণ পুরুষ পীর সাহেব বায়তুশ শরফ বাহারুল উলুম আল্লামা কুতুব উদ্দিন (মুদ্দাজজিল্লাহুল আলী)। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা কুতুব উদ্দিন দু’দিন ব্যাপী মাহফিলে সারা দেশ থেকে অনেক মেহমান আসবেন। বায়তুশ শরফ আল্লাহর অলীদের দ্বারা প্রতিষ্ঠিত। এখানে আগত মেহমানদের উত্তম সেবা দানের নিমিত্তে প্রস্তুতি কটির কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।
প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন, মাওলানা তাহেরুল ইসলাম, মাওলানা নাছির উদ্দিন, ফরিদ আহমদ, কামাল উদ্দিন, মাওলানা আব্দুল হাই ও মাওলানা উমর ফারুক। সভায় মাহফিল বাস্তবায় উপলক্ষ্যে গঠিত প্রস্তুতি কমিটি ২৭টি উপকমিটির আহবায়ক ও সদস্য সচিবরা উপস্থি ছিলেন।