জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে
তুমি বাঙালি জাতির ঐক্যের প্রতীক
বহির্বিশ্বে মৈত্রীতে সুদৃঢ় আহ্বান
তোমার আকাশচুম্বি অর্জিত প্রভাব
আমাদের দেয় প্রেরণা ও সাহস
তুমি যুগান্তর, তুমি সুচিন্তিত ইতিহাস
তোমাকে শত সহস্র সালাম
জন্মদিন হোক, চির অমর, অম্লান
কল্যাণকর- চির স্মরণীয়
বাঙালির আশা-ভরসার কিংবদন্তী
বেঁচে থাক শতায়ু থেকে
হাজার হাজার বছর।
মোঃ মনিরুজ্জামান জুয়েল
শিশু সংগঠক
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)
বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা
কেন্দ্রীয় কমিটি
সেল- ০১৭১৭-১৭২৫০৭