সোয়েব সাঈদ, রামু:::::::::রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলি বলেছেন, ইসলাম ধর্ম হলো একটি পরিপূর্ণ জীবন বিধান। এর আলোকে ধর্মপ্রাণ মানুষের কাংখিত সুদমুক্ত ব্যাংকিং চাহিদা পূরনের পাশাপাশি ইসলামী ব্যাংক সামাজিক ও জনকল্যাণমূলক কাজে প্রশংসনীয় অবদান রাখছে। যা অন্য কোন ব্যাংকে নেই।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রামু শাখার উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ মঙ্গলবার (২০ জুন) বিকালে ইসলামী ব্যাংক লি. রামু শাখা কার্যালয়ে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রামু শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হারুনর রশীদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মো. হাসান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, রামু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল হক, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ি গিয়াস উদ্দিন, ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো।
ব্যাংকের ম্যানেজার (অপারেশন্স) মহিউদ্দিন মো. সাদের এর সঞ্চালনায় মাহফিলে অন্যান্যদের মধ্যে রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন, রামু রাবার বাগানের ব্যবস্থাপক মো. ওয়াহিদুল ইসলাম, কলঘর আবু বক্কর ছিদ্দিক বালিকা মাদরাসার সুপার মাওলানা শরিফুল হক, রামু চৌমুহনী বণিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ি জাহেদ হোছাইন চৌধুরী বাদল, রফিকুল ইসলাম, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সোয়েব সাঈদ, আবুল কাসেম সাগর, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ি, ব্যাংকের গ্রাহক সহ সর্বস্তরের জনতা শরীক হন । শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের মাঠ কর্মকর্তা মো. এনামুল হক ফারুকী।
এতে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মুসলিম উম্মাহর অগ্রগতি, কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট আলেমেদ্বীন জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার মুহ্তামিম মাওলানা হাফেজ আবদুল হক।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের উদ্যোগে রাষ্ট্রীয়, ধর্মীয় ও সামাজিক জনকল্যাণমূলক কর্মকান্ড নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এ কারনে ইসলামী ব্যাংক জনকল্যাণমুখি ব্যাংক হিসেবে স্বীকিৃত পেয়েছে। ইসলামী ব্যাংক বন্যার্ত, শীতার্ত, অসহায়, অস্বচ্ছল মানুষের কল্যাণে কাজ করে। আবার হতদরিদ্র জনগোষ্ঠিকে পল্লী সঞ্চয় প্রকল্পের মাধ্য স্বাবলম্বী করা হচ্ছে। ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন, গরীব ও মেধাবি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, গরিব শিশুদের নিয়ে খৎনা ক্যাম্প সহ আরো নানাবিধ দেশ ও জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে।