মাননীয় প্রধানমন্ত্রী দফতরের ইএসডিপি প্রকল্প থেকে প্রশিক্ষনপ্রাপ্ত কক্সবাজারের উদ্দোক্তাদের নিয়ে গঠিত হলো কক্সবাজারের প্রথম উদ্ধোক্তা ভিত্তিক সংগঠন কক্সবাজার এন্টাপ্রিনিয়র্স ফোরাম। গতকাল কক্সবাজারের কলাতলীস্থ অভিজাত হোটেলে সংগঠনের কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্টিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট এক কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির গঠন নিম্নরুপ: সভাপতি: বেলাল আবেদীন ভুট্টো সহ-সভাপতি: হারুনুর রশীদ সহ-সভাপতি: রুমা আকতার সাধারন সম্পাদক: মনজুর আলম সহ-সাধারণ সম্পাদক : লিটন দেবনাথ সৈকত সাংগঠনিক সম্পাদক: সাইফুল অর্থ সম্পাদক: মৃণাল শর্মা দপ্তর ও যোগাযোগ সম্পাদক: সাইমুম কামাল কার্য নির্বাহী সদস্য: ১. জেবা ২. সোয়াইব ৩. তৈয়ব চৌধুরী ৪. উমার ফারুক ৫. রুশনী উদ্ধোক্তাদের ব্যবসায়িক মান উন্নয়নের মাধ্যমে সরকারের এসডিজি অর্জনে অপরিসীম ভুমিকা রাখতে পারে বলে সভায় অভিমত প্রকাশ করা হয়। তাছাড়া কক্সবাজারের উদ্ধোক্তাদের নানা সমস্যা সমাধান, ব্যবসায়িক সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে নিবেদিত ভাবে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।