মুহাম্মদ মোরশেদ আলম, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে আজ সকাল ৬ঃ ১০ টায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। তবে করোনা ভাইরাসের কারণে এবার মসজিদে এবং ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তাই নিজ গৃহে বা ঘরে ঈদের নামাজ আদায় করতে হয়েছে।
ইতিমধ্যে আমিরাতের সাতটি প্রদেশে অবস্থানরত প্রায় সাত লাখ প্রবাসী বাংলাদেশিকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। পাশাপাশি তিনি সবাইকে আমিরাতের আইনকানুন মেনে চলারও আহবান করেন।
অন্যদিকে করোনাভাইরাস রোধে ঈদে গণজামায়েত, সৌজন্য সাক্ষাৎ, রাস্তাঘাটে দুইজন দাড়িয়ে একসাথে কথা বলা, ঈদ উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করছে আমিরাত সরকার। অনুষ্ঠানের আয়োজকের জন্য জনপ্রতি দশ হাজার ও অংশগ্রহণকারীদের জন্য জনপ্রতি পাঁচ হাজার দেরহামের জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়াও বাহিরে চলাফেরা করার সময় সেফটি আইন অমান্য করলে তিন হাজার দেরহামের জরিমানা গুনতে হবে পথচারীকে।