নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদরের পিএম খালীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত প্রধান ধর্ষক শাহাবুদ্দীনসহ তার অপর ৩ সহযোগীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযুক্ত বাকি তিনজন হলেন- পেকুয়ার ওজানটিয়া এলাকার নূর আহাম্মদের ছেলে আরমান হোসেন (২৭), সদর থানার খুরুশকুল এলাকার আবদুল হোসেনের ছেলে নুরুল আলম (৩৮), ও জাফর আলমের ছেলে মো. লোকমান হাকিম (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান জানান, আটককৃতরা ভিক্টিমকে পিএমখালি এলাকার একটি বাসায় প্রায় দেড় মাস আটকে রেখে তাকে ধর্ষণ করে। পরে র্যাব অভিযান চালিয়ে মূল আসামিসহ ৩জনকে আটক করে। তাদেরকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।