ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
  1. সর্বশেষ
  2. কক্সবাজার

আগামীর মডেল ডুলাহাজারা ইউনিয়ন গড়তে এমআর মাহবুবকে চেয়ারম্যান বানাতে চাই জনগণ

প্রতিবেদক
সৈয়দ আলম
১৬ নভেম্বর ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ

Link Copied!

ছৈয়দ আলম, ডুলাহাজারা থেকে ফিরে :
আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে নাগরিক কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন অলরাউন্ডার এমআর মাহাবুব।
তিনি একাধারে সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজ সেবক ও কিংবদন্তী ক্রীড়াবিদ হিসেবে সর্বত্রই খ্যাতি রয়েছে। দেশ ও দেশান্তরের আলোচিত এ ব্যক্তি ডুলাহাজারা ইউনিয়নেরই কৃতি সন্তান। একজন সমাজসেবক ও শীর্ষ ক্রীড়াবিদ হিসেবেও বেশ পরিচিত। জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয়ে আগামীতে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বলে জানান তিঁনি। লক্ষ্য একটাই অবহেলিত ডুলাহাজারাবাসীর সেবা করা।
সরেজমিনে দেখা গেছে, এলাকায় রয়েছে এমআর মাহবুবের ব্যাপক পরিচিত। তিনি একজন সামাজিক, ক্রীড়াবিদ, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। শুধু তাই নয়, অসহায় দরিদ্রের বন্ধু বলেও সবার মাঝে পরিচিত। যে কোন সামাজিক কাজে ছুটে আসেন তিনি৷ এমনকি ভালো কাজকে হ্যা এবং খারাপ কাজকে না বলে থাকেন৷ সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে কথা বলেন তিনি৷ বিয়ে, মাহফিল, অন্য ধর্মালম্বীদের অনুষ্টানে সবসময় সময় ও সহযোগিতা করছেন।
এভাবেই মানুষের পাশে থাকার কারনে ধীরেধীরে বাড়তে থাকে সমাজে তার জনপ্রিয়তা৷ জনগণের একটাই কথা তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে পাল্টে যাবে এই মালুমঘাট-ডুলাহাজারার চিত্র। হবে মডেল ইউনিয়ন। থাকবে না রাস্তাঘাটের কারনে ভোগান্তি। এমনকি ইউনিয়ন পরিষদ থেকে সর্বক্ষণিক নাগরিকত্ব সেবা পাবে জনগণ।
ডুলাহাজারাবাসী জানিয়েছেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে একজন প্রতিবাদী কণ্ঠস্বর। কোন অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেন না তিনি। এমনকি মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর৷ তরুণ ও যুবসমাজ যেন মাদকের ভয়াবহ ছোঁবলে না পড়ে সেজন্য বিভিন্ন এলাকায় যুব ও তরুণদের নিয়ে মতবিনিময় করে থাকেন৷ গড়ে তুলেছেন ক্রীড়ার তীর্থস্থান। তাঁর হাত ধরে জাতীয়, বিভাগ ও জেলা ফুটবল দলের অসখ্য খেলোয়াড় আজ সুখ্যাতি অর্জন করেছে।
সবমিলিয়ে এমআর মাহবুবকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয়রা। তবে এখন সময়ের অপেক্ষায় রয়েছে ডুলাহাজারাবাসী ২৩ ডিসেম্বরের জন্য। নির্বাচনে ভোটের মধ্য দিয়ে তাঁর বিজয় নিশ্চিত হবে বলেও জানান এলাকাবাসী।
অন্যদিকে অসহায় দরিদ্ররা অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারায় তিনি তাদের পাশে থেকে চিকিৎসার দায়িত্ব নিয়ে থাকেন৷ এমনকি মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কারও দিয়ে থাকেন তিনি৷ ক্রীড়ার অবদান তো আছেই। এলাকায় সবার মুখে এখন তারই কথা শুধুই এমআর মাহবুব।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক এমআর মাহবুব বলেন, জনগণ চাচ্ছে বলেই আমি নির্বাচন করতে ইচ্ছে প্রকাশ করেছি। কারন জনগণের ভোট ছাড়া আমি নির্বাচনে বিজয়ী হতে পারবো না৷ তাই জনগণের সিদ্ধান্তই আমার চুড়ান্ত সিদ্ধান্ত।
তিনি আরো বলেন, আমরা মানুষ জাতি হিসেবে অন্যদের পাশে থেকে তাদের সেবা করাটা আমাদের দায়িত্ব। ২৩ ডিসেম্বর আমি ইউপি নির্বাচন করবো শুধু জনগণের জন্য। বিগতদিন থেকেই স্বপ্ন ছিল জনপ্রতিনিধি হয়ে জনগণের পাশে থাকবো৷ তাই সকলের চাওয়ায় আমি নির্বাচন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। পুরো ডুলাহাজারায় আমার দাদা-নানার প্রজন্ম বিস্তৃত রয়েছে। সবাই ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে মাঠে। ইনশাল্লাহ বিজয়ের মুকুট ঘরে উঠবে উঠবেই।
সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা যেভাবে পারেন ২৩ ডিসেম্বর নিরব ব্যালট বিপ্লবে আপনাদের মাহবুবকে বিজয় করবেন।
সরেজমিনে পরিদর্শনে গেলে স্থানীয় জনসাধারণ আরো বলেন, এলাকায় সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ড মসজিদ, মন্দির, মাদরাসা, কালভার্টসহ বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন তিনি।
এলাকার মানুষকে সহযোগিতার জন্য তিনি দিনরাত নিরলস ভাবে ছুটে চলেছেন।
এছাড়াও তিনি এলাকাবাসির যেকোন বিপদ–আপদে, বিচার সালিশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। বৈশ্বিক করোনা কালিন সময়ে তিনি গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য, মাক্স বিতরণসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তিনি। এলাকার যুব সমাজকে মাদক এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে তিনি যুব সমাজের মাঝে ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টনসহ বিভিন্ন খেলা সামগ্রী বিতরণ করেন।
এসব সামাজিক কার্যকালাপের জন্য তিনি দিনে দিনে স্থানীয় মানুষের কাছে আস্থা অর্জন করে নিয়েছেন। বলতে গেলে ডুলাহাজারা ইউনিয়নের একজন সত্যিকারের আদর্শ মানুষ হিসেবে দিনে দিনে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন বিধায় এলাকার জনসাধারণ দলমত নির্বিশেষে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
এবিষয়ে জানতে চাইলে তিনি জানান-এলাকাবাসী, আত্বীয়-স্বজনের কৃপায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছি। আমি এলাকাবাসীর পাশে এখনো আছি ভবিষ্যতেও থাকবো। চেয়ারম্যান হলে ইউনিয়নের রাস্তা-ঘাট উন্নয়ন, মাদক মুক্ত সমাজ গঠন, সামাজিক উন্নয়নসহ অবহেলিত মানুষের পাশে সবসময় থাকবো, ইনশাআল্লাহ। তিনি বলেন, আমার উদ্দেশ্য মুলত দূর্নীতিমুক্ত সমাজ ও গ্রাম্য রাজনীতিকে দূর্নীতিমুক্ত করার চেষ্টা করা। বর্তমানে রাজনীতি ও জনগণের চেয়ারকে অনেকেই ব্যবসায় পরিনত করেছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত শোষণ, নির্যাতন ও নিপীড়নের স্বীকার হচ্ছে।
এসব হতে মানুষকে রক্ষা করাই আমার প্রধান মূলমত্র বলে আমি মনে করি। চেয়ারম্যান হলে আমি সকল দলমতের নেতৃবৃন্দকে নিয়ে জনগণকে সচেতন করে তুলে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যাতে ভবিষ্যতে কোন দূর্নীতিবাজ, লুটেরা জনপ্রতিনিধি হতে না পারে। যোগ্য ও সৎ মানুষ যারা মানুষের কল্যাণে কাজ করে সাধারণ মানুষ যেন নিঃশ্বার্থ ভাবে তাকেই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারে নতুন প্রজন্মকে এমন একটা সুন্দর পরিবেশ আমি উপহার দিতে চায়। তিনি আরও জানান, সমাজে নেতা হওয়া সহজ, কিন্ত আদর্শ নেতা হয়ে জনগণের পাশে থেকে কাজ করে জনপ্রিয় নেতা হওয়া অনেক কঠিন কাজ।
এ ইউনিয়নের ইব্রাহিম, দিদার, ইমন, আরিফ জানান, এমআর মাহবুব একজন সৎ, নিষ্ঠাবান, মিষ্টভাষী, পরোপকারী শিক্ষিত একজন মানুষ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে পাল্টে যাবে ডুলাহাজারার দৃশ্য। বন্ধ হবে অনিয়ম দূর্ণীতি।

আরও পড়ুন

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে প্রাণ গেলো পর্যটক দম্পতির

ঘূর্নিঝড় “হামুনে” ক্ষতিগ্রস্ত ১১ শ’ পরিবারকে ইপসা’র আর্থিক সহায়তা প্রদান

রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের পদত্যাগ

কক্সবাজারে ডাকাত চক্রের ৬ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ তিন কমান্ডার অস্ত্রসহ গ্রেপ্তার

রোহিঙ্গা শিবিরে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত

ভারতকে কাঁদিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুললো অস্ট্রেলিয়া

কক্সবাজারের টেকপাড়া থেকে সাংবাদিক আজিজ রাসেলের মোটরসাইকেল চুরি

রাতের অন্ধকারে নয়, ভোটের মধ্যদিয়ে সরকার গঠন হবে: শেখ হাসিনা

ট্রেনে করে কক্সবাজার বেড়ানোর আমন্ত্রণ পুলিশ পরিদর্শক মোজাহেদ হাসানের গানে

টেকনাফে মাটির দেওয়াল চাপায় একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

ওয়ালটন কাপ নারী বেসবল প্রতিযোগিতা শুরু : ফাইনালে আনসার ও পুলিশ