নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কক্সবাজার জেলার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী শাহাদাতুল ইসলাম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন তারেক।
শনিবার সংগঠনের কক্সবাজার জেলার সম্মেলন ও কাউন্সিলে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি হন শাহাদাতুল ইসলাম।
এসময় নিকাহ রেজিস্ট্রারদের সব দাবি সরকারের সঙ্গে আলোচনা করে আদায় করার কথা জানান বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সভাপতি কাজী মামুনুর রশীদ। তিনি বলেন, কনের স্থায়ী ঠিকানায় বিয়ে রেজিস্ট্রেশন অগ্রাধিকার দেওয়া হলে বাল্য বিয়ে কমবে।
মামুনুর রশীধ বলেন, ঐক্যবদ্ধ হলে সব কাজে সফলতা পাওয়া সহজ হয়ে যায়। তাই সবার প্রতি আহ্বান থাকবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কেন্দ্রীয়ভাবে আমাদের যা করতে হয় অবশ্যই তা করবো।
এছাড়াও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব কাজী সাগর আহমেদ শাহীন, সিনিয়র সহসভাপতি ইউসুফ আলী চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য সরোয়ার আলম, কাজী শাহাদাতুল ইসলাম।
কক্সবাজারের নিকাহ রেজিস্ট্রারদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলার সাবেক জেলা মুসলিম সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন, এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী বেলাল,আবু মোজাফফর নজিব আহমদ, কাজী রিয়াজুল্লাহ, কাজী মুহিব্বুল্লাহ, এম,আবদুল্লাহ আল মামুন, কাজী বেলাল উদ্দীন, কাজী ইব্রাহিম, কাজী নুরুল আমিন, কাজী নুরুল হক প্রমুখ।
এদিকে নির্বাচিত হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সভাপতি শাহাদাতুল ইসলাম বলেন, আমাকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্ব পালনকালে নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান নানাবিধ সমস্যা ও দাবি দাওয়া নিয়ে নিজের অবস্থান থেকে কাজ করার চেষ্টা করবো।