ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
  1. সর্বশেষ
  2. কক্সবাজার

ইলিশে সয়লাব কক্সবাজার ফিসারীঘাট, দামও কম

প্রতিবেদক
সৈয়দ আলম
২৫ জানুয়ারি ২০২২, ৬:৩৩ অপরাহ্ণ

Link Copied!

ছৈয়দ আলম, কক্সবাজার আলো :
বঙ্গোপসাগরে মহাসমারোহে চলছে মাছ ধরা। দীর্ঘ প্রতিক্ষার পর জেলেদের জালে ধরা পড়েছে কাঙ্খিত ইলিশ। ফিশিং ট্রলারভর্তি ইলিশ নিয়ে কূলে ফিরছে জেলেরা। ইলিশের পাশাপাশি ধরা পড়েছে রূপচাঁদাসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। দামও সহনীয় পর্যায়ে রয়েছে। সাগরে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ায় ব্যবসায়ী ও জেলেদের মূখে হাসি ফুটেছে। আড়তগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা।

গতকাল সকালে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, উৎসবের আমেজ। টানা ৩/৪ মাস পর কোলাহল না থাকা মৎস্য অবতরণ কেন্দ্র জেলে ও মৎস্য ব্যবসায়ীদের পদচারণায় মূখরিত হয়ে উঠেছে। বৈরি আবহাওয়া ও ২২ দিন নিষেধাজ্ঞা শেষে সাগরে গেলেও ইলিশের দেখা পায়নি জেলেরা। এতে অনেকটায় হতাশা নিমজ্জিত ছিল জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। কিন্তু গত সপ্তাহ ধরে পাল্টে গেছে এখানকার চিত্র। সাগর থেকে মন মন ইলিশ নিয়ে ঘাটে ফিরছে শত শত ফিশিং ট্রলার। ঘাট থেকে ডিঙি নৌকায় ঝুড়ি নিয়ে মোকামে তোলা হচ্ছে ছোট-বড় ইলিশ।

ব্যবসায়ীদের হাক ডাক ও বেচাবিক্রিতে সরগরম হয়ে উঠে ফিশারি ঘাট নামে পরিচিত এই মৎস্য অবতরণ কেন্দ্রটি। এখানে কারো যেন দম ফেলার ফুসরত নেই। কেউ বরফ ভাঙ্গছে, কেউবা ইলিশের সন্নিবেশ করতে ব্যস্ত। অনেক ব্যবসায়ী কাঙ্খিত দাম পেয়ে ট্রাকে ট্রাকে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পাঠাচ্ছে ইলিশের চালান।

ফিশারীঘাটে কথা হয় ফিশিং ট্রলারের জেলে আবছার, রহিম, ইরফানসহ কয়েকজনের সাথে। তারা বলেন, অনেক দিন মৎস্য শিকার বন্ধ ও মাছ না পাওয়ায় অনেক কষ্টে দিন গেছে। তার উপর করোনার দুর্যোগ তো আছেই। সবমিলিয়ে অনেক দু:খ কষ্টে পরিবার পরিজন নিয়ে দিন কাটাতে হয়েছে তাদের। এবার সাগরে প্রচুর পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ায় হয়তো সেই দু:খকষ্ট ঘুচবে।

ফিসারীঘাটে দেখা গেছে, এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশ কেজিতে ৬০০/৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ট্রলার আরও ফিরলে দাম আরও কমবে বলে ধারণা ব্যবসায়ী শাহেদের।

ব্যবসায়ী শাহেদ আরো জানান, ফিসারীঘাটে চলছে এখন উৎসবের আমেজ। টানা কয়েকমাস পর জেলে ও মৎস্য ব্যবসায়ীদের পদচারণায় মূখর হয়ে উঠেছে ওই এলাকা। সাগর থেকে শত শত ইলিশ নিয়ে ঘাটে ফিরছে একের পর এক ট্রলার। ঘাট থেকে ডিঙি নৌকায় বা ঝুড়িতে করে মোকামে তোলা হচ্ছে নানা সাইজের ইলিশ। এক পোটলা মাছ উঠে এলেই ব্যবসায়ীদের তোড়জোড় শুরু হচ্ছে। ফলে সরগরম হয়ে উঠছে মৎস্য অবতরণ কেন্দ্র।

কেউ বরফ ভাঙছে, কেউ ইলিশ গুছিয়ে বরফজাত করে রফতানির জন্য তৈরি করছে। ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নিতে অনেক আড়তদার ইলিশবোঝাই ট্রাক সারি করে রেখেছেন। রাতে তা রওনা হবে।

অপর মৎস্য ব্যবসায়ী আবছার বলেন, অনেক দিন মাছ শিকার বন্ধ থাকায় এ সেক্টরের সঙ্গে থাকা মানুষগুলোর কষ্টে দিন গেছে। তার উপর করোনার দুর্যোগ চলছে। এখন আল্লাহর রহমতে সাগরে ইলিশসহ সামুদ্রিক নানা মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ছে। এ ধারা অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের কষ্ট দূর হবে বলে আশা করছি।

ফিসারীঘাটে মাছ কিনতে আসা শাহ আলম জানান, পুরো এলাকাজুড়ে ইলিশের বাজার দেখে অনেক খুশি লাগছে। সারি সারি করে পুরো অবতরন কেন্দ্রে নিয়ে আসছে জেলেরা। সেখান থেকে একদম তাজা চাহিদামতো বড় বড় সাইজের ১০ কেজি মাছ নিয়েছি ৪০০ টাকা করে।

ট্রলার মালিক নুরুল হুদা জানান, গত সপ্তাহ ধরে প্রচুর মাছ নিয়ে ফিরছে জেলেরা এতে আমরাও অনেক খুশি। কারন অনেকদিন এতো মাছ পাওয়া যায়নি। এখন দামও পাওয়া যাচ্ছে ভালো।

কক্সবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জানে আলম পুতু বলেন, ইলিশের ২২দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিসারী ঘাটের ৫০০ ফিশিং ট্রলার গত এক সপ্তাহ ধরে সাগর প্রচুর ইলিশ মাছ নিয়ে ফিরছে। করোনা, নিষেধাজ্ঞাকালীন সময়ে যে ক্ষতি হয়েছে আশা করি তা পুষিয়ে নিয়ে লাভের মূখ দেখবে ব্যবসায়ী ও ফিশিং ট্রলার মালিকেরা।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, ২২ দিন ইলিশ ধরা বন্ধে এখন প্রচুর মাছ ধরা পড়ছে। এবছর ডিমও ছেড়েছে অনেক। বন্ধকালীন সময় থাকায় ইলিশের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেকগুণ। এখন প্রতিদিন যা মাছ আসছে প্রায় বড় সাইজের। সেন্টমার্টিন ও কুতুবদিয়ার উত্তর পশ্চিম মোহনায় সাগরের পরিবেশ শান্ত রয়েছে। উপকূলে অনুকূল পরিবেশ থাকায় নির্ভয়ে জেলেরা নৌকাভর্তি মাছ নিয়ে খুশি কুলে ফিরতে পারছে। তিনি আশা করছেন, এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করবেন জেলেরা।

আরও পড়ুন

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে প্রাণ গেলো পর্যটক দম্পতির

ঘূর্নিঝড় “হামুনে” ক্ষতিগ্রস্ত ১১ শ’ পরিবারকে ইপসা’র আর্থিক সহায়তা প্রদান

রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের পদত্যাগ

কক্সবাজারে ডাকাত চক্রের ৬ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ তিন কমান্ডার অস্ত্রসহ গ্রেপ্তার

রোহিঙ্গা শিবিরে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত

ভারতকে কাঁদিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুললো অস্ট্রেলিয়া

কক্সবাজারের টেকপাড়া থেকে সাংবাদিক আজিজ রাসেলের মোটরসাইকেল চুরি

রাতের অন্ধকারে নয়, ভোটের মধ্যদিয়ে সরকার গঠন হবে: শেখ হাসিনা

ট্রেনে করে কক্সবাজার বেড়ানোর আমন্ত্রণ পুলিশ পরিদর্শক মোজাহেদ হাসানের গানে

টেকনাফে মাটির দেওয়াল চাপায় একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

ওয়ালটন কাপ নারী বেসবল প্রতিযোগিতা শুরু : ফাইনালে আনসার ও পুলিশ