চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৭ হাজার ইয়াবাসহ
মা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ এপ্রিল) গভীর রাতে তাদের আটক করা হয়। তারা কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার আবদুল জলিল প্রকাশ ইউসুফ এর স্ত্রী মোহছেনা ও তাদের ছেলে রহমান।
সংশ্লিষ্ট পুলিশ সুত্রে জানাযায়, চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে এস আই খালেকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি মা ও ছেলেকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আনোয়ার হোসেন জানান, আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।