করোনা সুরক্ষায় দেশের পাঁচ থেকে বারো বছরের শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। টিকা নিতে জন্মনিবন্ধন সনদ অনুযায়ী সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
আজ সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক যে শিশুদের জন্মনিবন্ধন করা নেই তাদের দ্রুত সময়ের মধ্যে করে নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
আর কয়েক দিন পর রাজধানীসহ সারা দেশে বসবে কোরবানির পশুর হাট। এসব হাটে ক্রেতা-বিক্রেতাসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক।
জানা গেছে, শিশুদের যে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে তার বেশির ভাগ যুক্তরাষ্ট্রের অনুদান হিসেবে পাওয়া। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ৬ কোটি ৮০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ দূতাবাসের ফেসবুক পেজ থেকে জানা যায়, বাংলাদেশকে ফাইজারের টিকার আরও চার মিলিয়ন (৪০ লাখ) রেডি টু ইউজ ডোজ অনুদান দিয়েছে দেশটি।