কক্সবাজার পৌরসভা শ্রমিকদলের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সাবেক ছাত্রনেতা, ক্রীড়াব্যক্তিত্ব ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আবছার কামাল সভাপতি ও উসমান সরওয়ার টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) এই কমিটির অনুমোদন দেন জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার।
কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি ওয়াসিম আকরাম, ইয়ার মোহাম্মদ, হালিম ভান্ডারী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন কালু, গিয়াস উদ্দিন, শফিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সোহেল, মোহাম্মদ ইউছুপ ও দপ্তর সম্পাদক রেজাউল করিম বাপ্পি। সদস্য হিসেবে রয়েছেন, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আমান, মফিজুর রহমান।
নেতৃবৃন্দরা আশা প্রকাশ করছেন, নতুন কমিটির নেতৃত্বে কক্সবাজারে আন্দোলন সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পাবে।