“সুস্থ শারীরিক চর্চায় আমাদের কাম্য” প্রতিপাদ্যকে সামনে রেখে রংগে ইলাহী অল স্টার ক্লাব (২০২২-২৪) সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর লামারপাড়াস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের বার্ষিক পর্যালোচনা ও নতুন কমিটি গঠন উপলক্ষে এতসাথে ক্রীড়াপ্রেমিরা মিলিত হয়।
অল স্টার ক্লাবের প্রতিষ্টাতা ক্রীড়াপ্রেমী জিয়াউল হোসাইন জয়ের পরিচালনায় উপস্থিত সকলের সম্মতিতে ক্রীড়াভক্ত ও খেলোয়াড় নিয়ে আগামী দুই বছরের জন্য কমিটি গঠিত হয়।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ক্রীড়ার তীর্থস্থান রঙিখালীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এলাকার মুরব্বী ও ক্রীড়াপাগল জাহেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী মো: হোসেন, মো: নুরুল আলম, সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী হেলাল উদ্দিন, সাবেক ফুটবলার মোহাম্মদ জালাল। উপস্থিত ছিলেন- এলাকার কৃতি খেলোয়াড় মো: কামাল উদ্দিন, সরওয়ার কামাল, নুরুল ইসলাম নাহিদ, মোঃ ইয়াসিন আরাফাত, খেলোয়াড় জসীম উদ্দিনন, বেলাল উদ্দিন, মোহাম্মদ আবছার, মোহাম্মদ ইউনুছসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ। কমিটিতে আগামী দুই বছরের জন্য যাদেরকে অনুমোদন দেওয়া হলো-সভাপতি হ্নীলা ইউনিয়ন ফুটবল একাদশের অধিনায়ক কামাল উদ্দিন, সহ-সভাপতি আবছার উদ্দিন নয়ন,
সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি আবু রাসেল মিন্টু, সাধারণ সম্পাদক উপজেলার অন্যতম ডিফেন্ডার সরওয়ার কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ ইয়াসিন আরাফাত,
যুগ্ম সাধারণ সম্পাদক-বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- নুরুল ইসলাম নাহিদ, অর্থ সম্পাদক বেলাল উদ্দিন।
উপদেষ্টা কমিটি : প্রধান উপদেষ্টা- জিয়াউল হোসাইন জয়, উপদেষ্টা-জাহেদ হোসাইন, মো: হোসাইন, আবু সৈয়দ, নুরুল আলম, হেলাল উদ্দিন, জালাল ও জালাল উদ্দিন রাজ।
অনুষ্টানে বক্তারা বলেন-বর্তমানে সীমান্ত উপজেলা টেকনাফ ব্যাপক পরিচিত মাদক নিয়ে। এখান থেকে দৃপ্ত শপথ হোক মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং পেশাদার খেলোয়াড় তৈরী করতে। অল স্টার ক্লাবের বর্তমান অনেক খেলোয়াড় ঢাকা-কক্সবাজার ও উপজেলা পর্যায়ে খেলছেন। এমনকি ঢাকা চট্টগ্রামের মাঠে জেলা দলের অন্যতম স্ট্রাইকার শেখ আহমদের মতো কৃতি খেলোয়াড় অল স্টার থেকে জন্ম হয়েছে তাই আগামীতে এ দ্বারা অব্যাহত রাখতে হবে। অনুষ্টানে উপস্থিত সকলে ক্লাবের খেলোয়াড় ও সদস্যরা কোন ধরনের অন্যায় কাজে জড়িত না থাকার অঙ্গিকারবদ্ধ হন। যদি কেউ মাদক ও অপরাধমূলক কাজে জড়িত থাকে তাহলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।