কক্সবাজারের ঈদগাঁওর জালালাবাদে নতুন ভোটার তালিকায় অন্তভুক্তদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। এতে নতুন ভোটার হওয়া তরুণ তরুণীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।
২৫ সেপ্টেম্বর (রোববার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সঠিক তথ্য দিয়ে একবার ভোটার হবো, নিভূল জাতীয় পরিচয়পত্র পাবো” এই শ্লোগানে ঈদগাঁও উপজেলা জালালাবাদে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের রেজিস্ট্রেশনের ছবি তোলা শুরু হয়েছে।
নতুন ভোটারে অন্তভুক্ত হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র সহকারে ছবি তোলার জন্য আসতে চোখে পড়ে। সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে উপস্থিত হলে দীর্ঘলাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছেন উঠতি প্রজন্মের তরুন তরুনীরা এমন দৃশ্য দেখা যায়। ঈদগাঁও থানার পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। স্কুলের দ্বিতীয় তলায় নির্বাচন অফিসের দায়িত্বশীলরা ছবি তোলেন।
জানা যায়, প্রথমদিন জালালাবাদ ইউনিয়নের ১ থেকে ৫নং ওয়ার্ড় শেষ হয়েছে। ৬নং থেকে ৯নং ওয়ার্ড় ২৬ সেপ্টেম্বর ছবি তোলার কথা জানালেন
এ তথ্য সংগ্রহকারী।
তথ্য সংগ্রহকারী শিক্ষক রতন কান্তি দে জানান, ১ হাজার ৬ জনেরও বেশি এবার জালালাবাদে নতুন ভোটার তালিকায় অন্তভূক্ত হয়েছে।