জগত জোড়া শিক্ষার আলয়
শিখতে নেই তো কোনো মানা
নিত্যনতুন শিখছি আমি নতুন করে
নতুন ভাবে অনেক কিছুই তবে।
শিক্ষার কোন বয়স নাই সময় নাই
যখন যা প্রয়োজন তাই শিখতে চাই
মৃত্যুর আগ পর্যন্ত শেখার শেষ নাই
যতই পড়িবে নতুন করে শিখিবে
ততই বিশ্বকে নতুন রুপে জানিবে।
আজ ৫ই অক্টোবর
বিশ্ব শিক্ষক দিবস
প্রাইমারি থেকে ইউনিভার্সিটির
আছে যত শিক্ষাগুরু মহাশয়গন
তাদের তরে জানাই সালাম
আর বিনম্র অভিবাদন।
শিক্ষার আলোয় গড়তে হবে
নতুন প্রজম্ম আলোকিত হবে
নেট দুনিয়ায় থেকে ভালো কিছু
আমাদের গ্রহণ করতে হবে আর
খারাপ কিছু থেকে বিরত থাকতে হবে।
গুরুজনদের সম্মান করো মনে প্রাণে
আর অনুজদের স্নেহ করো ভালবেসে
সমবয়সীদের সাথে মিশো অন্তর দিয়ে
হিংসুক অহংকারী থেকে থাকো বহু দূরে।