কক্সবাজার শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক শামুক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৩ নভেম্বর) বিকেল ৪ টার দিকে কলাতলীর চন্দ্রিমা মাঠ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত শামুক ব্যবসায়ী ইউছুপ কলাতলির মৃত আব্দুল জব্বারের ছেলে। কক্সবাজার সৈকতে শামুকের ব্যবসা করতো।
নিহতের বন্ধু ফারুক জানান, ইউছুপ এবং সে কলাতলীর একটি সেলুনে চুল কাটার জন্য যায়। একটু পরেই এক যুবক এসে ইউছুপকে ডেকে বাইরে নিয়ে যায়। হঠাৎ করে চিৎকার শুনে সে বাইরে এসে ইউছুপকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের ভাইপো ইয়াছিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার চাচাকে হত্যা করা হয়েছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।