জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধায়নে কক্সবাজারের ইনানীতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০২২ (আইএফআর ২০২২)।
আজ বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আয়োজনটি প্রথমবারের মতো বাংলাদেশে হচ্ছে। আইএফআরের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব’।
বিশ্বের মোট ২৮টি দেশের নৌবাহিনীর প্রধান, উচ্চপদস্থ নৌ প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীসহ বিশ্বের সাতটি দেশের উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার আলোচ্য আইএফআর এ অংশগ্রহণ করছে। আয়োজনটি গত ৬ ডিসেম্বর শুরু হয়েছে, চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানের শুরুতেই নৌবাহিনীর প্রথা অনুযায়ী ‘শিপস বেল’ বাজিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
আইএফআরে অংশগ্রহণকারী ২৮টি রাষ্ট্র হলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মিসর, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, ওমান, প্যালেস্টাইন, সুদান, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলংকা, তানজানিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি আয়োজনে অংশ নিতে একদিনের সফরে এখন কক্সবাজারে প্রধানমন্ত্রী। সফরকালে ফ্লিট রিভিউতে অংশ নেয়া ছাড়াও দুপুরে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।