ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. কক্সবাজার
  3. পর্যটন

কক্সবাজারে আশানুরূপ পর্যটক নেই, সেন্টমার্টিনগামী জাহাজে হয়রানী

প্রতিবেদক
কক্সবাজার আলো
১৯ ডিসেম্বর ২০২২, ৫:৫১ বিকাল

Link Copied!

পর্যটন শহর কক্সবাজারে করোনাকালীন সময়ের মতো আবার হতাশা শুরু হয়েছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুম হলেও সবখানে এখন শূন্যতা। হাতে গোনা কিছু পর্যটকের উপস্থিতি আশানুরূপ, ব্যবসা হচ্ছে না। ফলে লগ্নি ফিরে আসা নিয়ে চরম দু:চিন্তায় রয়েছেন পর্যটনের ব্যবসায়ীরা। এর প্রধান কারন হিসেবে পরিলক্ষিত হয়েছে সেন্টমার্টিন ভ্রমণ সংকুচিত হওয়াসহ নানা কারণ।
কক্সবাজার হোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, সেপ্টেম্বরের শেষ সময় হতেই কাগজে-কলমে পর্যটন মৌসুম। নভেম্বরের শেষ আর ডিসেম্বরের শুরুতে বার্ষিক পরীক্ষা শেষ হলে ভ্রমণপিপাসু পরিবারগুলো কক্সবাজারে আসেন-সেনটমার্টিন ভ্রমণে যান। কর্পোরেট অফিসগুলোর অনেকে বার্ষিক কনফারেন্সগুলো কক্সবাজারেই করে। এখন মৌসুমের মাঝামাঝি সময় চললেও পর্যটক খরা চলছে বলা যায়। বিগত সময়ে বিজয় দিবস উপলক্ষ্যে পর্যটকে টইটম্বুর হতো কক্সবাজারে। অনেক পর্যটক হোটেলে রুম না পেয়ে সড়কের কিনারে, বালিয়াড়ি, গাড়িতে রাত কাটানোর চিত্রও অতীতে সবাই দেখেছে-কিন্তু শুক্রবার বিজয় দিবস এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও হাতে-গোনা পর্যটকই এবার কক্সবাজারে এসেছে। ১৫-২০ পার্সেন্ট রুমই বুকিং ছিলো এবার। পর্যটক সেবাই প্রস্তুতি থাকলেও বালিয়াড়িসহ কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো অনেকটা নিষ্প্রাণ হয়ে পড়ে। এতে ধার-দেনায় লগ্নিকরা ব্যবসায়ীরা উদ্বিগ্ন সময় পার করছেন।
এদিকে কক্সবাজার থেকে সেন্টমার্টিন একটি গ্রুপ তিনটি জাহাজ পরিচালনা করছে। সেই জাহাজে মনগড়া সিদ্ধান্তে পর্যটকদের আসা-যাওয়া নিয়ে যা ইচ্ছে তা করছে। কক্সবাজার থেকে কর্ণফুলী নামক জাহাজ অনুমতি থাকলেও এখন বার আউলিয়া ও চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বে-ওয়ান জাহাজ কক্সবাজারে পর্যটক উঠানামা নিয়ে ভয়ংকর প্রতারণা করছেন। কয়েকদিন আগে সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা কর্ণফুলী জাহাজ বাঁকখালীর মোহনায় ইন্জিন নষ্ট হয়ে গেলে কোনরকম রাত ১২ টার দিকে অনেক চেষ্টার পর নুনিয়াছড়াস্থ ঘাটে ভীড়ে। এরপরদিন বার আউলিয়া ও বে-ওয়ান জাহাজ নিয়ে কক্সবাজার থেকে পর্যটক টানে। সেখানে বাধে বিপত্তি। কক্সবাজার থেকে সকাল ৭ টায় ছেড়ে যাওয়া জাহাজ সেন্টমার্টিন পৌছে সন্ধ্যা ৬ টায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয় অনেক পর্যটক।
শনিবার সেন্টমার্টিন থেকে তিনটি জাহাজের যাত্রী বে-ওয়ান নিয়ে কক্সবাজার ছেড়ে আসে। এতেও অতিরিক্ত যাত্রী হওয়ায় জাহাজে পর্যটকদের সাথে হাতাহাতি হয় কর্তৃপক্ষের সাথে। জাহাজে থাকা পর্যটক অভি মাহমুদ ফেসবুকে লিখেছেন, গতকাল সেন্টমার্টিন থেকে আসার সময় কর্ণফুলী এক্সপ্রেস নষ্ট হয়ে যায় তারপর এমভি বার আউলিয়াতে জোড় করে সব যাত্রী তুলে দেওয়া হয় তাতে করে বেশির ভাগ যাত্রী দাড়িয়ে আসতে হয়। আর জাহাজ ছাড়ার কথা ছিল বিকেল ৩:৩০ মিনিটে সেটা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিকেল ৫:১০ মিনিটে সেন্টমার্টিন ঘাট থেকে ছাড়ে। আর জাহাজ কক্সবাজার ঘাটে এসে পৌছায় রাত ১২:১০ এ তাতে করে প্রায় ১৫০-২০০ জন এর বেশি যাত্রীরা তাদের বাস মিস করেছে। আমাদেরও বাস ১০:৩০ টায় ছিল আমাদেরও মিস হয়েছে। কিন্তু ধন্যবাদ গ্রীন লাইন পরিবহনকে কারন যারা আমরা বাস মিস করেছি তাদের জন্য ২ টা বাস গ্রীন লাইন ম্যানেজ করে দিয়েছে রাত ১:৩০ টায়। জাহাজের সার্ভিস একদমই ফালতু ১০ এর মধ্যে ১ ও দেওয়া যাবে না ওদের সার্ভিসকে।
এক পর্যটক ভুক্তভোগি জানিয়েছেন।
কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচএম নজরুল ইসলাম বলেন, তিন জাহাজের যাত্রী এক জাহাজে নিয়ে আসতেছে সেন্টমার্টিন থেকে অথচ চট্টগ্রাম থেকে আসা বে-ওয়ান জাহাজ যাত্রীদের টিকেট কেটেছে সেন্টমার্টিন টু চট্টগ্রাম। এখন রাতের নীশিতে কক্সবাজারে নামিয়ে লক্করঝক্কর গাড়ি নিয়ে চট্টগ্রাম পৌছে দিচ্ছে। এভাবে মৃত্যুকুপে ধাবিত হচ্ছে হয়তো বড় ধরনের বিপদ হলে প্রশাসন বলবে আমরা তদন্ত কমিটি গঠন করেছি।
হোটেল-মোটেল অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সৈকতের বালিয়াড়িতে লোকজনের ভীড় বাড়ে। এবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং সাপ্তাহিক ছুটি একইদিন পড়েছে। এতেও আগের মতোই লোকসমাগম হয়েছে। বালিয়াড়িতে ভীড় বাড়লেও সকলেই পর্যটক নন। এখানে সৈকত দর্শণার্থীর সংখ্যা বেশি, যারা কক্সবাজার শহর কিংবা আশপাশের এলাকা হতে আসেন আর সন্ধ্যার পর বাড়ি ফিরে যান। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও কক্সবাজারের স্থল উপজেলার লোকজন কক্সবাজারে দিনে এসে দিনেই ফিরে যান।
ট্যুরস অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি মো. রেজাউল করিম বলেন, কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের ৭০ শতাংশ সেন্টমার্টিনের নৈঃস্বর্গিক সৌন্দর্য্য উপভোগ করতে যান। সেই হিসেবে গত কয়েক দশক ধরে প্রবালদ্বীপকে ঘিরেই কক্সবাজারের পর্যটন। কিন্তু চলতি মৌসুমে অদৃশ্য কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সেটা জেনেই কক্সবাজারে পর্যটক আসা কমেছে। টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু না হলে মৌসুমের বাকি সময়ও একই ভাবে মন্দা যাবে এতে সন্দেহ নেই।
সী-ক্রুজ অপারেটরস ওনার্স এসােসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, প্রতিবছর টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে ১০টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে। কিন্তু এবার কক্সবাজার থেকে কর্ণফুলি জাহাজটি ছাড়া টেকনাফ থেকে কোনো জাহাজ চলাচল করছে না। কর্ণফুলি জাহাজে সেন্টমার্টিন ভ্রমণ ব্যয়বহুল। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পর্যটকরা এটাতে ভ্রমণ করতে পারেন না। এছাড়া কর্ণফূলী জাহাজের ধারণ ক্ষমতাও কম। তাই মধ্য ও নিম্নবিত্ত পর্যটকের কক্সবাজার ভ্রমণে আসা বিগত সময়ের চেয়ে কমেছে। টেকনাফে বর্তমান ঘাট থেকে সমস্যা হলে সাবরাংয়ের জেটি দিয়ে জাহাজ চলাচল শুরু করা যায়। সেখান হতে জাহাজগুলো সেন্টমার্টিন ঘাটে পৌঁছানো অধিকতর সহজ- ভাড়াও বাড়বে না সময়ও কম লাগবে।

সেন্টমার্টির দ্বীপের হোটেল সী প্রবালের পরিচালক আবদুল মালেক বলেন, সেন্টমার্টিনের প্রায় ১০ হাজার মানুষের ৯০ শতাংশই পর্যটন শিল্পের সাথে জড়িত। বাকি ১০ শতাংশ মানুষের রুটিরুজি নির্ভর করে সাগরে মাছ ধরায় ৷ আর পর্যটন শিল্পের সাথে জড়িত ৯০ শতাংশ মানুষের আয় হয় মাত্র ৪ মাস। বাকি সময় গুলো ৪ মাসের আয় দিয়ে অতিবাহিত করে। কিন্তু ভরা মৌসুমেও দ্বীপে আশানুরূপ পর্যটক যেতে না পারায় আমাদের লগ্নি উঠে আসবে বলে মনে হয় না। তাই বাকি সময়ের জন্য হলেও টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচলের অনুমতি দিতে সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
কক্সবাজারের তারকামানের হোটেল কক্স-টুডের সহকারী জেনারেল ম্যানেজার আবু তালেব বলেন, সারা বছরই কক্সবাজারে পর্যটন জমানো সম্ভব। কিন্তু সেভাবে সুযোগ-সুবিধা গড়ে না উঠায় পর্যটন মৌসুমকে সামনে রেখে আবাসন ও খাবার প্রতিষ্ঠান এবং অন্য ব্যবসাগুলো সাজিয়ে প্রস্তুত করা হয়। অর্ধসহস্রাধিক হোটেল-মোটেল, গেস্টহাউস ও কটেজ ভরমৌসুমেও পর্যটক না পেয়ে হতাশায় ভূগছেন। আমাদের শতকোটি টাকা ঋণ চলমান, ব্যবসা না পেলে ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খেতে হয়। কমবেশি সবাই এ সমস্যায় পতিত হন। এভাবে চলতে থাকলে বড় ধরণের লোকসানের শঙ্কা রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, পর্যটন সম্ভাবনাময় শিল্প। এর প্রসারে সরকার করণীয় সবকিছুই করছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ নাব্যতা সংকট জনিত কারণে। বিকল্প প্রস্তাবণা নিয়ে আমরা উর্ধতন মহলে লিখেছি। এখানে নৌ-মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে। আমাদের পাঠানো চিঠির বিষয়ে নির্দেশনা এলে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন

কক্সবাজারে মাটির ভেতর থেকে ড্রাম ভর্তি অস্ত্র উদ্ধার করলো র‌্যাব

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করা রায় স্থগিত

অর্থপাচারের মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

সেন্টমার্টিনের বর্জ্য নেয়া হবে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল রিসাইক্লিং প্লান্তে

সেন্টমার্টিনের সামগ্রিক সুরক্ষায় কাজ করবে প্রাণ আরএফএল ও ইউএনডিপি

সেন্টমার্টিনে বাড়ছে পর্যটক আগমন, উল্লেসিত দ্বীপবাসী

সমুদ্র শহর কক্সবাজারে সাফ জয়ী নারী ফুটবল দলকে ঐতিহাসিক সংবর্ধনা

সিরিয়া ছেড়েছেন বাশার আল-আসাদ, নিশ্চিত করল রাশিয়া

সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন খালেদা জিয়া

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ

কক্সবাজারে ৬টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক