আড্ডা, খাবারের আয়োজন, ফটোসেশনের মধ্য দিয়ে ক্লাস পার্টির আয়োজন সম্পন্ন করেছে টেকনাফের ব্যতিক্রমধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষার্থীরা। ক্লাস পার্টি উপলক্ষে নানা রঙের বেলুন, ফুল দিয়ে সুসজ্জিত করে এবং নিজ পছন্দ অনুযায়ী ভিন ভিন্ন মাত্রা যোগ করে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মমতাজুল ইসলাম মনু ক্লাস পার্টি উদ্বোধন করেন। অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, সারা বছর শিক্ষার্থীরা ক্লাস পার্টির জন্য অপেক্ষা করে থাকে। বছর জুড়ে পড়ালেখা করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে তখন এই ক্লাস পার্টির আনন্দ ও মজা তাদের নতুন করে লেখাপড়া করার শক্তি ও প্রেরণা যোগায়। তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি আনন্দ অনুষ্ঠানও মানুষের মনের বিকাশ ঘটায়। জড়তা ও ক্লান্তি দূর করে।