কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কা-তর্কির পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে দুইজন। তারা হলো-কায়সার হামিদ (৩৫) ও সায়েদুল ইসলাম (৩৩)।
সোমবার (১৬ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে বাসটার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম (৩৩)। কায়সার গ্রীণ লাইন কাউন্টারের নিরাপত্তারক্ষী ও সায়েদুল পেশায় কাঠমিস্ত্রী।
প্রত্যক্ষদর্শী শামসুল আলম ও নিহতদের স্বজন খোরশেদ জানান-ব্যাডমিন্টন খেলায় স্থানীয় আতিকের সাথে তাদের তর্কাতর্কি হয়। পরে তার স্বজন আতিক, জয়নাল, কামাল, মিজানসহ আরো কয়েকজন এসে তাদের উপর হামলা চালায়। এসময় সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাতে গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুফিজ নামের আরো একজন আহত হয়েছেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশিকুর রহমান জানান, দুজনেরই শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের কারণে মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হুদা বলেন-খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবেনা।