শীতে বোরো আবাদে ব্যস্ত কক্সবাজারের ঈদগাঁওর কৃষকরা। মাঠের পর মাঠ জুড়ে চাষীদের কেউ চারা তুলছেন,কেউ জমি তৈরির কাজ করছেন কেউবা ক্ষেতে পানি সেচের ব্যবস্থা করে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, ২৩ শে জানুয়ারী ঈদগাঁওর পাড়া মহল্লা মাঠে কৃষকদের কর্মযজ্ঞের চিত্র চোখে পড়েন। নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদ পোকখালী, ইসলামাবাদ, ইসলামপুর এবং ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে বোরা চাষাবাদে কার্যক্রম শুরু হয়। এলাকাজুড়েই বোরোর বাম্পার ফলনের আশা নিয়ে আগ্রহ মনে চলতি মৌসুমে এই আবাদে মাঠে নামল কৃষকরা। কৃষকের সাথে জমির মালিক পক্ষের লোকজনও চাষাবাদে সময় দিয়ে যাচ্ছেন।
ঈদগাঁওর উপসহকারী কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, চলতি মৌসুমে ঈদগাঁও উপজেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হচ্ছে। বর্তমানে কৃষকরা বীজতলা তৈরীর কাজ শেষে জ্বালা রোপনে তীব্র শীতকে উপেক্ষা করে মাঠে নেমেছে। পরিবেশ অনুকূলে থাকলে বোরো চাষের লক্ষ্য মাত্রা পুরণ হবে বলে আশাও প্রকাশ করেন।