শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
ভাষার প্রতি সম্মান দিতে হবে মাতামাতি
বাকি এগার মাস চলছে যে যার মতো করে
ভাষার মাস এলে পরে চেতনা জাগ্রত হয় মনে!
ভাষার জন্য দিলো যারা প্রাণ
তাদেরকে করতে হবে সম্মান
শুদ্ধ বাংলায় বলতে হবে সর্বত্র
লিখতে হবে অফিস আদালতে
তবেই তাদের আত্না শান্তি পাবে!
বাংলিশ সংমিশ্রনের ফলে
অনেক কিছুই আবছা আবছা থাকে
না থাকে ইংরেজিতে পারদর্শীতা
না থাকে বাংলায় দক্ষতা
বাংলিশ মিশ্রণ ত্যাগ করো
প্রমিত ইংরেজি বাংলা শেখো।
মায়ের ভাষা মুখের ভাষা বাংলা ভাষা
বাংলা ছাড়া আমাদের একদিনও চলে না
আমি বাংলায় কথা কই বাংলায় গান গায়
বাংলা ছাড়া যেন মনে শান্তি নাহি পায়।
আমি বাংলায় মেতে উঠি উৎসব পূজা পার্বনে
বাংলা ছাড়া পূর্ণতা আসে না দেহ মন মগজে।
বাংলার প্রতিই আমার যত দুর্বলতা
এটা আয়ত্ব করতেই যায় যে বেলা।
বাংলা ছাড়া ভাব প্রকাশে পায় না পূর্ণতা
বাংলা ছাড়া মনের তৃষ্ণা কোনভাবেই মেটে না।
আমি বাংলা কে ভালো বাসি
বাংলাতেই থাকতে চাই দিবানিশি
বাংলাতেই আমার সুখ আর শান্তি
বাংলা বিহনে অস্বস্তি বোধ করি।