তীব্র তাপদাহে পুড়ছে মানুষ
দাবদাহে জনজীবন অতিষ্ঠ
প্রচন্ড গরমে মানুষ হাপিয়ে উঠছে
একটু স্বস্থির জন্য দিগবিদিক ছুটছে।
এই তীব্র রোদে মানুষের চামড়া পুড়ে
তবুও হাটবাজারে মানুষের কমতি নেই
শপিংমলে ভীড় ঠেলে ঢুকা বড় দায়
মানুষের শরীরে মানুষে ধাক্কা খায়।
দিন দিন তাপমাত্রা বাড়ছে তো বাড়ছেই
কমার কোন লক্ষণই দেখছি না
এইভাবে তাপমাত্রার ঊর্ধ্বগতি হলে
মানুষ হরহামেশাই অসুস্থ হয়ে যাবে।
পরিবারে শিশু, বয়স্ক সদস্য আছে যারা
কোনভাবেই গরম সহ্য করতে পারছে না।
আমরা যারা মধ্য বয়সে আছি
অতীব কষ্টেই সহ্য করে যাচ্ছি।
দেশের বিভিন্ন অঞ্চলে গা পোড়ানো তাপমাত্রা
তার সঙ্গে ধুলা বালু যোগ হয়ে দুর্ভোগও বাড়ছে
থার্মোমিটারের পারদ ক্রমেই হচ্ছে ঊর্ধ্বমুখি
দেশের কোথাও কোথাও তা চুয়েছে ৪০ ডিগ্রি।
দেশের মানুষ চাতক পাখির মতো অপেক্ষায় আছে
রহমতের বৃষ্টি দিয়ে স্বস্তি দিয়ে যাও সবাইকে
পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা কঠিন হয়ে যাচ্ছে
তাপপ্রবাহে সারাদেশের মানুষের নাভিশ্বাস উঠছে।
এই তীব্র রোদে ঘর থেকে বের হওয়া কষ্টসাধ্য বটে
খেটে খাওয়া মানুষরাই চরম দুর্ভোগে পড়েছে
পিচঢালা উত্তপ্ত রাস্তায় ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে
আপনার চলার পথ মসৃন রাখে নিজের শরীর পুড়িয়ে।
এই অসহনীয় গরমে অনেক রোগ ব্যাধি হতে পারে
শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে পানিশূন্যতা সৃষ্টি হবে
এতে হিট স্টোকের সমুহ সম্ভাবনা আছে বটে
চলাচলের ক্ষেত্রে সাবধানতার বিকল্প নাই তবে।
পরম করুনাময়ের কাছে প্রার্থনায় নত হও সবে
তিনিই এই অসহনীয় তাপমাত্রা কমিয়ে দিতে পারে
এক ফসলা বৃষ্টি দিয়ে অচিরেই মুহুর্তের মধ্যেই
প্রশান্তি দিয়ে দিবে! আসুন প্রার্থনা করি সবাই মিলে।