মানুষের চরিত্র বদলাবে আর কবে
খাদ্যে বিষ মিশাবে যেনতেন ভাবে
পবিত্র রমজান মাসেও কোন নিস্তার নেই
ব্যবসায়ে তাদের দ্বিগুণ লাভ লাগবেই।
মানুষ মেরে হোক আর যেভাবেই হোক
টাকার কুমির বনে যেতেই চাই
টাকা থাকলে আর কি লাগে
তখন সবাই এমনিতেই সমীহ করে!
ক্ষমতার কাছে সবাই বন্দী
টাকার কাছে সবাই ধরা
ক্ষমতা এবং অর্থ বিত্ত
তার চেয়েও বেশি প্রয়োজন
প্রকৃত মানুষ হতে হবে
এ কথা কে ভাববে!
মনুষ্যত্ব জলাঞ্জলি দিলে
আর কি বাকি থাকে,বলো!
অর্থ বিত্ত একবার গেলে
আরেকবার হয়তো পাবে
কিন্তু বিবেক একবার পঁচে গেলে
আর কখনোই খাটিঁ হবে না ভবে।
বিবেক বির্বজিত হলে
অবশিষ্ট আর কিছু নাহি রবে
বাছ বিচারের সক্ষমতা
নিমিষেই হারিয়ে ফেলে
বিবেক জাগ্রত করো
আর মনুষ্যত্বকে রক্ষা করো।