কক্সবাজারে ১৫ হাজার পিস ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গাসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরো ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
রবিবার (৩০ জুলাই) বেলা ১২টায় এই রায় দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪র্থ আদালতের বিচারক মো: মোশারফ হোসেন।
দণ্ডিত আসামিরা হলো, উখিয়ার ১১নং ইস্ট রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-১৮ এর মো: ছিদ্দিক ও খুরশিদা বেগমের পুত্র মোঃ হাসান এবং কক্সবাজার পৌরসভার পেতা সওদাগর পাড়ার আবদুশ শুক্কুর ও জুলেখা বেগমের পুত্র সিরাজুল মোস্তফা।
বিষয়টি নিশ্চিত করেন একই রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট শওকত বেলাল।
তিনি মামলার নথির বরাতে বলেন, ১৫ হাজার পিছ ইয়াবা উদ্ধারের ঘটনায় বাংলাদেশীসহ এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরো ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।