কক্সবাজার ক্রিকেট একাডেমীর নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল ক্রিকেট একাডেমীর এক কার্যনির্বাহী সভায় সকলের সম্মতিক্রমে জিয়া উদ্দীন লাভুকে সভাপতি এবং লতিফ উল্লাহ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ—সভাপতি যথাক্রমে সরওয়ার সাঈদ, এম. ওসমাণ গণি, আদনান সাউদ, এম.এ আজিজ রাসেল, ছৈয়দ আলম, আজিম নিহাদ, এরশাদ উল্লাহ চৌধুরী, মোহাম্মদ শাহ নিয়াজ, শাহজাহান চৌধুরী, সহ—সভাপতি যথাক্রমে শেখ মোঃ জুবায়ের, নুরুল আজিম, দেলোয়ার হোসেন, অমিতাভ দত্ত, মো. জাহেদ, আমিন উল্লাহ, সহ—সাধারণ সম্পাদক সোহেল শর্মা, জয় পাল, যুগ্ম সম্পাদক মো তারেক, যুগ্ম—সম্পাদক আ মোঃ নোমান, কোষাধক্ষ্য শহিদুল্লাহ চৌধুরী, সহ—কোষাধ্যক্ষ আছহাব উদ্দীন আনছারী, সাংগঠনিক সম্পাদক সাইরুল্লাহ রুবেল, সহ—সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, ক্রীড়া সম্পাদক ইমরান উল্লাহ, ক্রিকেট বিষযক সম্পাদক মোঃ সাহেদ আলম টিপু, সদস্য মির্জা রাসেল , মোং আহিল চৌধুরী, মো: সাকিব, মোহাম্মদ তারেক, মো আদিল, মো সৌরভ, জাহেদুল ইসলাম, মো আবির ও আল হাসিব প্রমুখ।