টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদীন ও সমাজসেবক জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন হাফিজ মাওলানা সাইফুল্লাহ’র জানাযা বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাহারছড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজার হাজার শোকাহত জনতা অংশগ্রহণ করেন। জানাযাপূর্ব শোকাহত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ শাহজাহান। তিনি বলেছেন, মাওলানা সাইফুল্লাহ রহ. ইসলামী সমাজ বিনির্মাণের একজন অগ্রসেনানী ছিলেন। ইসলামী শিক্ষা-সংস্কৃতি ও সুবিচার মানুষের মাঝে ছড়িয়ে দিতে তিনি আমৃত্যু প্রচেষ্টা চালিয়েছেন। তিনি ছিলেন আমাদের প্রেরণার উৎস। ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকালে তিনি চেয়ারম্যান হিসেবে নয় বরং সবসময় জনগণের খাদেম হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। সংগঠনকে শক্তিশালী ও মজবুত ভীতের উপর দাঁড় করাতে মাওলানা সাইফুল্লাহ’র ভূমিকার প্রশংসা করেন এবং মহান আল্লাহর কাছে মরহুমের যাবতীয় নেক আমল কবুলের জন্য দোআ করেন। দীন কায়েমের যে স্বপ্ন তিনি বুকে ধারণ করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। জানাযায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের আমীর ও হোয়াইকং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি অ্যাড. ফরিদ উদ্দিন ফারুকী, টেকনাফ উপজেলা আমীর অধ্যক্ষ নূরুল হোছাইন ছিদ্দিকী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, মাওলানা শফিকুর রহমান, অধ্যাপক জহির আহমদ, সাইফুল ইসলাম, হাফিজ মাওলানা আতাউল্লাহ, মাওলানা সুলতান আহমদ, মাওলানা মুহাম্মদ উল্লাহ। জানাযায় ইমামতি করেন মরহুমের ছেলে অধ্যাপক মাওলানা রফিকুল্লাহ।