কক্সবাজার আদালত এলাকায় নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রির অপরাধে দু’জনকে আটক করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ কোর্ট পুলিশের অভিযানে তারা আটক হন। আটককৃত-ভেন্ডার মালিক মালেক ও সুকুমার প্রকাশ ভেন্ডারের কর্মচারী শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো: শাহজাহান নূরী জানান, আদালত এলাকায় কিছু লোক নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি করছে বলে সংবাদ পাওয়া যায়। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকতার জাবেদ ও মুহাম্মদ এহসানুল ইসলামসহ অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুইটাকা, পাঁচ টাকা, দশ টাকাসহ বিভিন্ন মূল্যের নকল কোর্ট ফি উদ্ধার করা হয়েছে।
আটক দুজনকেই থানায় দিয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।