কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে রানিং চ্যাম্পিয়ন চকরিয়া উপজেলা ফুটবল দল। উদ্বোধনী ম্যাচে টপ ফেভারিট চকরিয়া ৩ – ০ গোলে দ্বীপ উপজেলা কুতুবদিয়া কে হারিয়ে শুভ সূচনা করেছে। চকরিয়ার হয়ে ১০ নম্বর জার্সিধারী আবছার দু’টি ও নাইজেরিয়ান শামসি অপর গোলটি করেন। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ২০ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে যোগ্যতর দল হিসেবেই জিতেছে চকরিয়া। ম্যাচের ২০ মিনিটে চকরিয়ার বিপদজনক স্ট্রাইকার সাগরকে ডি-বক্সে ফাউল করেন কুতুবদিয়ার এক ডিফেন্ডার। রেফারী শফিউল সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি কিকটি নিমিষেই গোলে পরিণত করে চকরিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন অভিজ্ঞ আবছার। চকরিয়া ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়। বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে চকরিয়ার নাইজেরিয়ান রিক্রুট শামসি কুতুবদিয়া ডিফেন্স একাই তছনছ করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন। ৭০ মিনিটে একটি পরিকল্পিত আক্রমণ থেকে আবছার দলের হয়ে তৃতীয় এবং নিজের হয়ে জোড়া গোলটি করেন। পুরো ম্যাচে কুতুবদিয়া বেশ ক’বার গোল করার সুযোগ তৈরী করলেও চকরিয়ার গোলরক্ষক ভেস্তে দেন।
এদিকে ম্যাচের আগে এক উদ্বোধনী অনুষ্ঠান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। বিশেষ অতিথি ছিলেন – পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, টুর্ণামেন্ট স্পন্সরকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার এম.ডি আবু হেনা, ডিএসএ’র সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, কক্সবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম,ডিএফএ সভাপতি ফজলুল করিম সাঈদী, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসএ সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন। এর আগে অতিথিবৃন্দ- জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও রং-বেরঙের বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।