কক্সবাজারের রামু বাঁকখালী নদীতে নিখোঁজ বৃদ্ধা শান্তিবালা বড়ুয়া(৭০) এর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে উদ্ধার করা হয়। রামু শিকলঘাট ব্রীজের নিচে একটি লাশ ভেসে উঠতে দেখা যাচ্ছে বলে বলাবলি করলে পরিবারের সদস্যরা গিয়ে তার লাশ সনাক্ত করে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদ্যস্যরা গিয়ে নিহতের লাশ শিকলঘাট ব্রীজের নিচ হতে উদ্ধার করে।পরে রামু থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন রেডি করে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রামু পূর্ব রাজারকুল বড়ুয়াপাড়া গ্রামের প্রয়াত সীমান্দ্র বড়ুয়ার সহধর্মিণী নিখোঁজ শান্তিবালা বড়ুয়া রামু বাজারের পূর্বপাশ্বে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা
মঙ্গলবার ও বুধবার সারা দিন চেষ্টা করেও তার লাশ উদ্ধার করতে না পারলেও পরবর্তীতে বিকাল ৪টার দিকে শিকলঘাট ব্রীজের নিচে নিহতের লাশ ভেসে উঠে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যদের সাথে স্থানীয় এলাকাবাসীও উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়। রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলের সদস্যদেরকে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা ধন্যবাদ জানান।তাদের উদ্ধার তৎপরতার জন্য সকলে তাদের ভূয়সী প্রশংসা করেন।