ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ

টেকনাফের মেধাবী ও সুবিধাবঞ্চিত ২৬ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ‘টেকনাফ সমিতি চট্টগ্রাম’।

প্রতিবেদক
কক্সবাজার আলো
১৬ অক্টোবর ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি:টেকনাফের মেধাবী ও সুবিধাবঞ্চিত ২৬ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ‘টেকনাফ সমিতি চট্টগ্রাম’।

গত ১৩ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক অনুষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ২৬ শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তির টাকা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রধান আলোচক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও কথাসাহিত্যিক সৈয়দ মোহাম্মদ আবু দাউদ (বাদল সৈয়দ)।
টেকনাফ সমিতির সভাপতি মুখতার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক উল্লাহ। আরও বক্তব্য রাখেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও শিক্ষাবৃত্তি ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: আমির হোছাইন।
শিক্ষাবৃত্তি ব্যবস্থাপনা কমিটির সচিব আলী প্রয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল মনোয়ার, সিনিয়র আইনজীবী রফিকুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাশেম, রাজনীতিক ও সমাজকর্মী সাইফুদ্দিন খালেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সমাজকর্মী মং হলা চিং, মুহাম্মদ শরীফুজ্জামান প্রমুখ।
বৃত্তিপ্রাপ্তদের মধ্য থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তানজিয়া সুলতানা সাইকা ও আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে একটি ডকুমেন্টারী প্রদর্শিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বৃত্তি একজন শিক্ষার্থীর জীবন পাল্টে দিতে পারে। শিক্ষার্থীদের উজ্জীবিত করতে পারে। টাকার অংক যা-ই হোক কেন শিক্ষাবৃত্তি ছাত্রছাত্রীদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শিক্ষাবৃত্তি প্রদান করায় তিনি টেকনাফ সমিতি চট্টগ্রামকে সাধুবাদ জানান।
প্রধান আলোচক বাদল সৈয়দ বলেন, শিক্ষা জীবনের বাঁকে বাঁকে অনেক বাধা আসতে পারে, কেউ তার পাশে দাঁড়ালে সেই বাধা নিমিষেই দূর হয়ে যায়। তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে বলেন, আগ্রহ ও একাগ্রতা থাকলে সাধারণ প্রতিষ্ঠান থেকেও উন্নতির শীর্ষে পৌঁছানো সম্ভব। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাদল সৈয়দ বলেন, তোমরা স্বপ্ন দেখো, স্বপ্নের পেছনে লেগে থাকো, সাফল্য ধরা দিবেই।

সমাপনী বক্তব্যে সভাপতি মুখতার আহমদ বলেন, যারা বৃত্তি পেয়েছে, টেকনাফ সমিতি সবসময় তাদের পাশে থাকবে। সমিতির সদস্যদের নিজেদের অর্থায়নে পরিচালিত এই শিক্ষাবৃত্তি কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অতিথিদের সাথে এক ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাক ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে: প্রধান উপদেষ্টা

সালাহউদ্দিন আহমদের ‘নাম ভাঙ্গিয়ে’ প্রতারণা, গুলশান থানায় জিডি

কক্সবাজারের ৪ থানার ওসি প্রত্যাহার

জাতীয় নাগরিক কমিটিতে কক্সবাজারের সুজা

কক্সবাজারে নতুন পুলিশ সুপারের যোগদান

‘জুলাই বিপ্লবে’ শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

মা হলেন দীপিকা পাড়ুকোন

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে

রামুতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে মসজিদ ও মন্দিরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সংযোগ চালু

বাংলাদেশে ওয়ানপ্লাস-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার