দেশজুড়ে তিন দিনের লাগাতার ‘সর্বাত্মক অবরোধ’ শেষে আরও দুদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রবি (৫ নভেম্বর) ও সোমবার (৬ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
এছাড়াও গত শনিবার মহাসমাবেশ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে শুক্রবার দোয়া ও মোনাজাতের কর্মসূচি দেওয়া হয়েছে।
অজ্ঞাত স্থান থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইন মাধ্যমে সংবাদ সম্মেলনে এসে নতুন এ কর্মসূচি ঘোষণা করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রবিবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে।
২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর একদিন হরতালের পর তিন দিনের অবরোধ ডেকেছিল বিএনপি। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে ‘সর্বাত্মক অবরোধ’ করছে দলটি।
ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন মামলাও দেওয়া হচ্ছে।