তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা, যা আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।
মঙ্গলবার সচিবালয়ে নতুন মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসার আগে গার্মেন্ট মালিকদের বৈঠক হয়। সেখানে পোশাক শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করে মালিকপক্ষ। মজুরি বোর্ডের ওই সভায় মালিকপক্ষের পাশাপাশি শ্রমিক প্রতিনিধিরাও অংশ নেন।
এতদিন ধরে পোশাক শ্রমিকরা ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন। সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেই হিসেবে আগের তুলনায় তাদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।
তবে পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে সম্প্রতি আন্দোলন করেছিলেন। শ্রমিক সংগঠনের নেতা ও সরকারের প্রতিনিধিদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি পেয়ে তারা কাজে ফিরেন।