৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেন্টমার্টিন দ্বীপে তিনদিন পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। একইসঙ্গে বন্ধ থাকবে দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজ।
কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচলও বন্ধ থাকবে। সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে।
তিনি আরো বলেন, সেন্টমার্টিনে যেহেতু জাহাজ চলাচল নির্ভর মানুষজন আসা যাওয়া করে তাই কোন পর্যটক যাতে অবস্থান না করে তাই আপাতত নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কক্সবাজারেও ভোটেরদিন হোটেল-মোটেল জোন বন্ধ রাখার কথাও জানান তিনি।
তবে দ্বীপে ভোটগ্রহন কর্মকর্তা-কর্মচারী, অনুমোদিত গণমাধ্যমকর্মী, আইন শৃংখলা বাহিনী যাতায়াত করতে পারবেন। নিষেধাজ্ঞা উঠে গেলে সব স্বাভাবিকভাবে চলবে।