পর্যটন শহর কক্সবাজারে ফুটবল ক্রিকেটের সাথে পাল্লা দিয়ে আলো ছড়াচ্ছে এখন হকি। আন্তর্জাতিক, জাতীয় ও জেলা পর্যায়ের হকি খেলায় কক্সবাজার জেলা টিম ও বায়তুশ শরফ স্কুল চ্যাম্পিয়ন আর রানারআপ হয়ে আসছেন। সেই কারনে কক্সবাজারের খেলাধুলার মান-সু-খ্যাতি আরো বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে, বাংলাদেশের কৃতি হকি খেলোয়াড় মোহাম্মদ আলী খান পিয়ালকে ২০১৪ সালে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে স্কুল হকির কোচ হিসেবে বাংলাদেশ হকি ফেডারেশন প্রেরণ করেন। তখন থেকে হকি খেলার যাত্রা শুরু হয়। কোচের একান্ত প্রচেষ্টায় সাফল্য আসতে আসতে বায়তুশ শরফ স্কুলের গ-ি পেরিয়ে জেলা হকি দলে সময় দেন কোচ পিয়াল।
বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে ১ জন মেয়ে ও ৩জন ছেলে ছাত্র পড়াশুনা করছে। এছাড়া অনূর্ধ-২১ জাতীয় দলের হয়ে ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে খেলোয়াড় হিসেবে সুযোগ পায় বর্তমান বিকেএসপির ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ।
বায়তুশ শরফ জব্বাড়িয়া একাডেমী ভারতে অনুষ্ঠিত আল-ইন্ডিয়া হকি টুর্নামেন্ট-এ দুই বার চ্যাম্পিয়ন হয়। দেশের জাতীয় স্কুল প্রতিযোগিতায় ৪ বার বিভাগীয় চ্যাম্পিয়ন ও দুইবার জাতীয় পর্যায়ে রানার্স-আপ হয়। জেলাদল ২০২৩ সালে বিভাগীয় পর্যায়ের ফাইনালে চট্টগ্রামকে ৬-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বর্তমানে কক্সবাজার হকি একাডেমি নামে একটি একাডেমি আছে সেটি পরিচালনা করছেন বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক এম.এম সিরাজুল ইসলাম, ক্রীড়া শিক্ষক আবুল কাশেম কুতুবী ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী। এই একাডেমীতে ২৫০ জন ছাত্র ও ৭০ জন মেয়ে খেলোয়াড় সদস্য রয়েছে।
কোচ পিয়াল খান এর নেতৃত্বে খেলার উল্লেখ্যযোগ্য অর্জন রয়েছে। তার মধ্যে শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা প্রতিযোগিতায় ৬ বার বিভাগীয় চ্যাম্পিয়ন ও পরপর ২ বার জাতীয় পর্যায়ে রানার্স-আপ বায়তুশ শরফ জব্বাড়িয়া একাডেমী। এছাড়া হকি দল নিয়ে কোচ পিয়াল বিভিন্ন টুর্ণামেন্ট, প্রশিক্ষণ ও উৎসাহমূলক বিভিন্ন কর্মকা- করে যাচ্ছেন। তারমধ্যে- কক্সবাজার হকি ট্যালেন্ট কাপ-২০২২, ক্রীড়া পরিদপ্তর আয়োজিত মাসব্যাপী হকি প্রশিক্ষণ কর্মসূচি, হকি একাডেমীর বনভোজন, কক্সবাজার হকি একাডেমির ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ যুব-জাতীয় দলে সুযোগ পাওয়াতে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান, কক্সবাজার জেলা হকি দল চট্টগ্রাম জেলা দলকে বিভাগীয় পর্যায়ে ৬-০ গোলে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর আয়োজনে আন্ত: স্কুল প্রতিযোগিতায় ফাইনালে রাজশাহী কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বায়তুশ শরফ জব্বাড়িয়া একাডেমী হকি দল, বাংলাদেশ এর সবচেয়ে বড় আন্তর্জাতিক হকি আম্পিয়ার সেলিম লাকির সাথে কক্সবাজার হকি একাডেমীর খেলোয়াড়রা, শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বরিশাল এ রানার্সআপ পুরস্কার গ্রহণ, এশিয়ান হকি ফেডারেশনের পক্ষ থেকে কক্সবাজার হকি একাডেমীর হকি কোচ মোহাম্মদ আলী খান পিয়াল বিশেষ সম্মাননা অর্জন, আন্ত: জেলা স্কুল টুর্নামেন্ট-এ ৮ বার চ্যাম্পিয়ন, চট্টগ্রামের জেলা লীগে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র দলের খেলছেন কক্সবাজার এর খেলোয়াড়রা। শেষবার ২০২৩- এ রানার্সআপ দল, ময়মনসিংহ মেয়র কাপ এ চ্যাম্পিয়ন দল বালিকা ও ভারতের কলকাতায় অনুষ্ঠিত আল-ইন্ডিয়া হকি প্রতিযোগিতায় বায়তুশ শরফ জব্বাড়িয়া একাডেমী দল ৪ বার অংশগ্রহণ করে ৩ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কোচ মোহাম্মদ আলী খান পিয়াল জানান, কক্সবাজারের অধিকাংশ তরুণ সমাজ যেখানে সারাদিন মোবাইল, ফেইসবুক, গেইমসহ নানা ধরণের আড্ডায় মশগুল, ঠিক সেই সময়ে নীরবে-নিভৃতে সুবিধা বঞ্চিত বায়তুশ শরফসহ আরো বিভিন্ন শিক্ষার্থী বাছাই করে হকি খেলার জোয়ার ছড়িয়ে দেয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বলতে গেলে হকি খেলার মজা ও নেশায় পড়ে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে অদ্যবধি চালিয়ে যাচ্ছি। কষ্টের সুফল ইতিমধ্যে পেয়েছি।
তিনি আরো বলেন, কক্সবাজারে বেশি সমস্যা মাঠ নিয়ে। তবুও তিনি হাল ছাড়েননি, ‘বর্ষার সময় খেলাধুলা হয় না আমাদের ওখানে। শীতের সময় খেলি। বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে অনুশীলন করি। এই অনুশীলনেও ছেলে-মেয়েরা আশা করি ভালোই করবে।’
গতকাল সকালে কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে দেখা যায়, প্রায় শতাধিক হকি খেলোয়াড়দের নিয়ে অনুশীলন করছেন। সেখানে কোচ পিয়াল খান এর সহধর্মিনী জেসমিন আরাফাত জেসি রয়েছে। তিনি সহকারী কোচ হিসেবে কাজ করছেন। খেলোয়াড়রা মনের আনন্দে গ্রহণ করছে কোচের বিভিন্ন দিক-নির্দেশনা। অনুভব করা গেল-ফুরফুরে মেজাজে রয়েছে এখানকার প্রতিটি খেলেয়াড়।
জেলাদলের হকি খেলোয়াড় মেহেদী হাসান সিফাত বলেন, পড়ালেখার পাশাপাশি হকি খেলা এখন তার পেশা এবং নেশা। ঢাকা থেকে আগত পিয়াল স্যার ও বায়তুশ শরফ সমন্বয় করে আমার মতো অনেক খেলোয়াড় তৈরী করেছেন। তাঁদের কারনে বিকেএসপিতে অনেকজন সুযোগ পেয়েছেন। এখন ভারতে, জাতীয় ও দেশের বিভিন্ন জেলায় অংশ নিয়ে কক্সবাজার জেলা টিম ও বায়তুশ শরফ স্কুলের মান ধরে রাখছি।
শুরুর জীবনে প্রথম স্টিক হাতে তোলার অভিজ্ঞতা বলতে গিয়ে সিফাত বলেন, ‘প্রথম যেদিন স্টিক হাতে নিই অনেক ভয় পেয়েছিলাম। মাঠের যেকোন পজিশনে দাঁড়িয়ে খেলতে বেশি ভয় পেতাম। তবে এখন ভয়টা কেটে গেছে।’
হকি টিম ও একাডেমীতে অনেক এতিম খেলোয়াড় রয়েছে তারাও নিয়মিত অনুশীলন করছেন। কোচ ও স্কুল তাদের যাবতীয় খরচ দিচ্ছেন। অধিকাংশ খেলোয়াড়রা বলেন, ‘এখানে খেলতে আমাদের খুবই ভালো লাগে, মোহাম্মদ আলী পিয়াল স্যার আমাদের খুবই আদর করেন’।
বিকেএসপিতে চান্স পাওয়া মোহাম্মদ আব্দুল্লাহ, রায়হান ইসলাম ও মো: সাজেদুল ইসলাম জানান, আমাদের বর্তমান সমাজের অধিকাংশ কাজই যখন স্বার্থ সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নি:স্বার্থভাবে হকির আলো ছড়ানোর এই কাজটি করে যাচ্ছি। সবার পরামর্শ আর সহযোগিতায় এখন বিকেএসপিতে পড়াশুনা করতে পারছি।
শরিফুল ইসলাম নকিব, উম্রায্য সানজু, মেহেদী হাসান সিফাত, আব্দুল আউয়াল শামীমসহ দলের আরো বেশ কয়েকজন সদস্য জানান, আমরা সবাই নিজেদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি পিছিয়ে পড়া কক্সবাজারকে হকি খেলার মাধ্যমে সবকিছু অর্জন করার। নিজেরা কঠোর পরিশ্রম দিয়ে যাচ্ছি। এক্ষেত্রে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমাদের এই খেলার কার্যক্রম আরো গতিশীল হবে।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন জানান, হকি দলের জন্য সবসময় স্টেডিয়াম উন্মুক্ত। কোচ-কর্মকর্তাদের জন্য থাকার ব্যবস্থাসহ যাবতীয় সহযোগিতা রয়েছে। কোচ পিয়াল ঢাকায় বসবাস ছেড়ে স্ত্রীকে নিয়ে কক্সবাজারে অবস্থান করে ইতিমধ্যে হকি খেলাকে জনপ্রিয় করে তুলেছে। অর্জন করেছেন অনেক ট্রফি আর গড়ে তুলেছেন শত শত খেলোয়ার।