মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ভূখণ্ডে মর্টার শেল পড়ায় ঘটনায় সরকার বিষয়টির দিকে নজর রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পাশাপাশি মিয়ানমার সরকারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মিয়ানমারে দেশটির দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে। এই সংঘাতের মর্টার শেল যাতে আর আমাদের সীমান্তে এসে না পড়ে এ বিষয়ে নজর রাখছি।’
গত শুক্রবার থেকে নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্ত থেকে ওপারে মিয়ানমারে গোলাগুলির ব্যাপক শব্দ শোনা গেছে। রবিবার ওপার থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকার ভেতরে অন্তত ৫টি মর্টার শেল ছিটকে আসার বিষয়ে খবর প্রকাশ হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।
মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সংঘর্ষ শুরু হয় দেড় বছর আগে। ২০২২ সালের মাঝামাঝি থেকে ছয় মাস তুমুল যুদ্ধ চলে দুপক্ষে। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সম্প্রতি ফের সংঘর্ষ শুরু হয়েছে।
মিয়ানমার থেকে ১৩টি মর্টার শেল বাংলাদেশ সীমান্তে এসে পড়েছে- এ বিষয়ে বাংলাদেশ উদ্বিগ্ন কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের সীমান্তরক্ষীরা সতর্ক আছেন। মিয়ানমার সরকারের সঙ্গে এ বিষয়ে আমরা যোগাযোগের মধ্যে রয়েছি।’
সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির কয়েকজন নেতা। এ বিষয়ে দৃষ্টি আর্কষণ করা হলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ পালটা প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপির আবদার রক্ষা করার জন্য কি সংসদ ভাঙবে? গত নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল, বিএনপির অংশগ্রহণ ছিল না। সংসদ নির্বাচিত হয়েছে আগামী পাঁচ বছরের জন্য। এই মেয়াদ পূর্ণ করেই আগামী সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে।’