ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

৫২ বছর পর সিংহাসন ছাড়ছেন ডেনমার্কের রানি

প্রতিবেদক
কক্সবাজার আলো ডেস্ক
১ জানুয়ারী ২০২৪, ৯:৫৬ বিকাল

Link Copied!

ডেনমার্কের রানি দ্বিতীয় মাগ্রেইটে। ছবি সংগৃহীত

স্বেচ্ছায় পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মাগ্রেইটে। প্রায় ৫২ বছর ক্ষমতায় থাকার পর ২০২৩ সালের শেষ দিনে এ ঘোষণা দেন মাগ্রেইটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নতুন বছরের ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ছাড়বেন মাগ্রেইটে। সেদিন তার ক্ষমতায় থাকার ৫২ বছর পূর্তি হবে। এর আগে ১৯৭২ সালের ১৪ জানুয়ারি সিংহানে আরোহণ করেন মাগ্রেইটে।

মাগ্রেইটের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন যুবরাজ ফ্রেডেরিক। রাজ সিংহাসন ছাড়লেও রানির রাজকীয় উপাধি ‘হার ম্যাজেস্টি’ বজায় থাকবে।

ডেনমার্কের অ্যামালিয়েনবার্গের নবম ক্রিশ্চিয়ান প্রাসাদ থেকে দেওয়া এক ভাষণে রানি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, এখনই সঠিক সময়। আমার বাবার স্থলাভিষিক্ত হওয়ার ৫২ বছর পর আগামী ১৪ জানুয়ারি আমি ডেনমার্কের রানি হিসেবে পদত্যাগ করব। আমি আমার ছেলে যুবরাজ ফ্রেডেরিকের কাছে সিংহাসন ছেড়ে দিচ্ছি।

তিনি উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারিতে তাঁর পিঠের অস্ত্রোপচার হবে। সেই বিবেচনায় তিনি যদি তাঁর পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে না পারেন সে কারণেই তিনি অগ্রিম এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান।

এদিকে, রানির পদত্যাগের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। তিনি রানিকে তাঁর দীর্ঘ সময়ের সেবার জন্য জাতির তরফ থেকে ধন্যবাদ জানান। ফ্রেডেরিকসেন বলেন, জনগণের পক্ষ থেকে আমি রানিকে তার আজীবন উৎসর্গ ও রাজ্যের জন্য অক্লান্ত প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।

আরও পড়ুন

কক্সবাজারে মাটির ভেতর থেকে ড্রাম ভর্তি অস্ত্র উদ্ধার করলো র‌্যাব

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করা রায় স্থগিত

অর্থপাচারের মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

সেন্টমার্টিনের বর্জ্য নেয়া হবে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল রিসাইক্লিং প্লান্তে

সেন্টমার্টিনের সামগ্রিক সুরক্ষায় কাজ করবে প্রাণ আরএফএল ও ইউএনডিপি

সেন্টমার্টিনে বাড়ছে পর্যটক আগমন, উল্লেসিত দ্বীপবাসী

সমুদ্র শহর কক্সবাজারে সাফ জয়ী নারী ফুটবল দলকে ঐতিহাসিক সংবর্ধনা

সিরিয়া ছেড়েছেন বাশার আল-আসাদ, নিশ্চিত করল রাশিয়া

সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন খালেদা জিয়া

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ

কক্সবাজারে ৬টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক