ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. মাদক

টেকনাফ সীমান্তের উত্তেজনাতেও মাদক পাচারের চেষ্টা, ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৪, ৫:১১ অপরাহ্ণ

Link Copied!

মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত চলমান রয়েছে । প্রতিদিনই সেখানে গোলাগুলির ঘটনা ঘটছে । এর প্রভাব পড়েছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে। সীমান্তের এমন ভয়াবহ পরিস্থিতিতেও থেমে নেই মাদককারবারিরা। সীমান্তে প্রশাসনের ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে মিয়ানমার থেকে নিয়ে আসছে মাদকের বড় বড় চালান। তবে নজর এড়াতে পারেনি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির। আটক করা হয়েছে তিন লাখ পিস ইয়াবার বড় চালান।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের সাবরাংয়ের জিন্নাহ খাল এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীন দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল সাবরাংয়ের এলাকায় দুইভাগে বিভক্ত হয়ে একটি টহলদল বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং অপর একটি টহলদল নাফ নদীতে নৌ-টহলরত অবস্থায় থাকে। এসময় চার ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিন্নাহ খাল নামক এলাকায় নাফ নদীর কিনারায় নৌকা থেকে কিছু বস্তা নামাতে দেখে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দ্রুত নৌকা নিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লিখিত স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে এসময় কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

চোরাকারবারিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আরও পড়ুন

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে: প্রধান উপদেষ্টা

সালাহউদ্দিন আহমদের ‘নাম ভাঙ্গিয়ে’ প্রতারণা, গুলশান থানায় জিডি

কক্সবাজারের ৪ থানার ওসি প্রত্যাহার

জাতীয় নাগরিক কমিটিতে কক্সবাজারের সুজা

কক্সবাজারে নতুন পুলিশ সুপারের যোগদান

‘জুলাই বিপ্লবে’ শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

মা হলেন দীপিকা পাড়ুকোন

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে

রামুতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে মসজিদ ও মন্দিরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সংযোগ চালু

বাংলাদেশে ওয়ানপ্লাস-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার