দুর্দান্তভাবে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের লিগ পর্ব শেষ করল বাংলাদেশের মেয়েরা। ফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় নিয়ম রক্ষার শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারাল সাইফুল বারী টিটুর দল। ফলে লিগ পর্বে অপরাজিত থেকেই ফাইনালে গেল বাঘিনীরা।
শুক্রবার (৮ মার্চ) কাঠমান্ডুর মাঠে ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে শুরু করে বাংলাদেশ। যার ফলে ১৩ মিনিটের মাথায় ভুটানের জালে বল গড়ায়।
ফাতিমা আক্তারের লম্বা ক্রসে আসা বল হেডে জালে ঢুকান ফরোয়ার্ড প্রীতি। ফাতির লম্বা শটের বলটি ধরতে অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান প্রীতি। পরে ড্রপ খেয়ে লাফিয়ে ওঠা বল হেডে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে পাঠান।
এর ২০ মিনিট পর ফ্রি কিকে ব্যবধান বাড়ান ফাতিমা। বক্সের বেশ বাইরে থেকে এই মিডফিল্ডারের নেওয়া ফ্রি কিক হাওয়ায় সরাসরি জালে পৌঁছায়। পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান ক্রাউচিং মারমা। ফাতিমার কর্নারে মারা বলটি হেডে জালে পাঠান মারমা। প্রথমার্ধের খেলা শেষের আগে গোল করে ব্যবধান ৪-০ করেন উইঙ্গার সাথী।
দ্বিতীয়ার্ধেও মাঠে নেমে আধিপত্য বজায় রাখে বাঘিনিরা। ৬৯ মিনিটে ভুটানের জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়ান থুইনুই। অবশ্য এর আগের মিনিটেই তার একটি শট ঠেকিয়ে দিয়েছিলেন ভুটান গোলকিপার। অবশ্য এবার আর কোনো ভুল হয়নি।
৭৭ মিনিটে আবার সেই প্রীতি। একাই বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে দলের হয়ে ষষ্ঠ গোল করেন। রবিবার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। লিগ পর্বে তাদেরকে ৩-১ গোলে হারিয়েছিল প্রীতিরা। এরপর শক্তিশালী নেপালকেও হারায়।