টেকনাফের হ্নীলা চ্যাম্পিয়ন্স কাপ-২০২৪ ফুটবল টূর্ণামেন্টের ১ম আসরে খারাংখালী ক্রীড়া পরিষদকে ১-০ গোলে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ট্রফি ঘরে তুলেছে উখিয়ার থাইংখালী ফুটবল একাডেমী।
৮ মার্চ (শুক্রবার) বিকাল ৪টায় টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে হ্নীলা চ্যাম্পিয়ন্স কাপ-২০২৪ ফুটবল টূর্ণামেন্টের ১ম আসরে ফাইনাল খেলা প্রধান রেফারী আবুল কাশেম কুতুবীর লম্বা বাঁশির মাধ্যমে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী ক্রীড়া পরিষদ ও উখিয়া উপজেলার থাইংখালী ফুটবল একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়েরা ছন্দে ছন্দে আক্রমণ আর পাল্টা আক্রমণে মাঠে উপস্থিত দর্শকদের নজর কাড়তে সক্ষম হলেও কোন দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী মধ্যবিরতির ঘোষণা করেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে আবারো ছন্দময় ফুটবল উম্মাদনায় উপস্থিত দর্শকেরা উত্তেজিত হয়ে উঠে। খেলা শেষ হওয়ার ৫ মিনিট পূর্বে থাইংখালী ফুটবল একাডেমীর অতিথি খেলোয়াড় মোহাম্মদ সায়েম (১১) চমৎকার গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর প্রতিপক্ষের খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে আরো আক্রমণ এবং টান টান উত্তেজনা দেখা দিলেও দুভার্গ্যক্রমে সময় শেষ হওয়ায় গোল পরিশোধ করতে পারেনি। ফলে থাইংখালী ফুটবল একাডেমী এই টূর্ণামেন্টের প্রথম আসরের ১ম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান রেফারী ছিলেন জেলা রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী, সহকারী রেফারী ছিলেন সুমন দে, আব্দুল শুক্কুর ও ৪র্থ রেফারী ছিলেন কায়সার রশিদ লালু। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন রিদুওয়ানুল ইসলাম রিমন, কামরুল ইসলাম রাজু ও মোহাম্মদ রফিক।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টূর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম মেম্বার এর সভাপতিত্বে সদস্য সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হ্নীলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ক্রীড়াপ্রেমী মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসভাপতি ফরহাদুজ্জামান, টূর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক জামাল সরওয়ার, সমন্বয়ক তারেক মাহমুদ রনি ও আনোয়ার হোসেন নয়ন। এছাড়া স্থানীয় ক্রীড়ামোদী, সাবেক খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের প্রত্যন্ত এলাকায় খেলাধূলার বিকাশ এবং ভালোমানের খেলোয়াড় তৈরীতে এই ধরনের টূর্ণামেন্ট আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে খেলায় সেরা গোলরক্ষক থাইংখালী ফুটবল একাডেমীর এসকে বাপ্পী, ম্যান অব দ্যা ফাইনাল একই দলের সায়েম, সেরা গোলদাতা খারাংখালী ক্রীড়া পরিষদের সাকিব, সেরা খেলোয়াড় একই দলের জসিম মনোনীত হয়েছেন। উপস্থিত অতিথিবৃন্দ খেলায় রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দলের মধ্যে ট্রফি ও নগদ টাকা বিতরণ করেন। প্রথম বারের মতো আয়োজিত এই টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়ে থাইংখালী ফুটবল একাডেমী ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।