উদ্যোক্তা তৈরির সংগঠন বর্তমান বেকার যুব সমাজের খুবই জনপ্রিয় প্লাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
২১ জুন (শুক্রবার) ৩ টায় কক্সবাজার সুগন্ধা পয়েন্ট কলাতলী বীচ প্রাঙ্গণে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কক্সবাজার জেলার উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও উদ্যোক্তা মিলনমেলা” জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন-ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর কোর ভলান্টিয়ার জাহাঙ্গীর আলম শেখ। সভাপতি হিসেবে ফাউন্ডেশনের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট এম্ব্যাসেডর ও ব্লাড ডোনেশন ম্যানেজমেন্ট টিমের চট্টগ্রাম বিভাগীয় প্রধান এ এম রিয়াজ কামাল হিরণ। বক্তব্য রাখেন-মঞ্জুর আলম, মোহাম্মদ মিনহাজ, আমির খসরু, জসিম উদ্দিন, মঈন উদ্দিন ভুট্টো, মিসবাহ উদ্দিন বাহাদুর, মুনিরুল ইসলাম, সামিমা সামিম, হুমায়ুন কবির তাসলিমা আক্তার প্রমুখ। উপস্থিত ছিলেন অসংখ্য আজীবন সদস্য ও সদস্যাগণ।
বাংলাদেশের উদ্যোক্তা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন প্রশিক্ষণ প্লাটফর্ম ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ প্রায় ১৩ লাখ তরুণ-তরুণীকে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করেছেন।
বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশিসহ মোট তের লাখ তরুণ-তরুণীকে ২৬ টি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন বিনামূল্যে উদ্যোক্তাবিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে। প্রতি সপ্তাহে সারাদেশে ও বিদেশে মিটআপের মধ্য দিয়ে চলছে আর অফলাইন কার্যক্রমও।
এই প্লাটফর্ম থেকে শিক্ষা গ্রহণ করে হাজার হাজার বেকার যুবক-যুবতী উদ্যোক্তা হয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এই প্লাটফর্ম টা সম্পূর্ণ অনলাইন কেন্দ্রিক একটা প্লাটফর্ম। এখানে প্রতি তিন মাসে একটি করে সেশান কোর্স শেষ করা হয় যা সম্পূর্ণ ফ্রিতে।
চাকরি করব না চাকরি দেব’ এই ব্রত সামনে রেখে ইকবাল বাহার জাহিদ শুরু করেন এই কার্যক্রম এমনকি গত ২২০০ দিন ধরে একদিনের জন্যও এই প্রশিক্ষণ কর্মশালা বন্ধ ছিল না।
৯০ দিন ধরে শেখা, পার্টনার পাওয়ার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, ভলান্টিয়ারিং, সামাজিক কাজ এবং ভালোমানুষি চর্চা- সব একসঙ্গে সুযোগ রয়েছে এই অনলাইন প্লাটফর্মে।
করোনার ভয়াবহ সময়ে যখন সবাই তাদের ব্যবসা নিয়ে চিন্তিত, অনেকের বিক্রি প্রায় বন্ধ তখন ‘নিজের বলার মতো একটি গল্প’ গ্রুপের মাধ্যমে সুযোগ তৈরি উদ্যোক্তাদের পণ্য বিক্রি ও প্রদর্শনীর। এ সুযোগে ক্রেতারা অনলাইনে কেনাকাটা করছেন। ‘আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা’ স্লোগানে বেশ সাড়া ফেলে এনবিএমইজিএফের এই অনলাইন হাট
উল্লেখ্য, এর আগে টানা ১ হাজার দিনের প্রশিক্ষণ দিয়ে নাম তুলেছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড ইউকে তে। এবার নিজেই নিজের সেই রেকর্ড ভাঙলেন ১৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইটি উদ্যোক্তা ইকবাল বাহার। শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে কেউ কোন দিন টানা ২৩০০ দিন প্রতিদিন নির্দিষ্ট কন্টেন্ট দিয়ে কোন ট্রেনিং কর্মশালা ফ্রিতে করেনি!
উক্ত প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করার জন্য আয়োজক কমিটি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।