ঢাকাশুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. কক্সবাজার

আ’লীগের অফিসে হামলা, শতাধিক আহত
কোটা সংস্কার আন্দোলন : কক্সবাজারে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৪, ৯:১৯ বিকাল

Link Copied!

কক্সবাজারে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংকরোডে যান চলাচল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে মিছিল নিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডে অবস্থান নেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পুলিশ শুরুতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরেননি।
এসময় কক্সবাজার সরকারি কলেজের গেটে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মী। আন্দোলনকারীরা মিছিল নিয়ে লিংক রোড থেকে কক্সবাজার সরকারি কলেজের গেটে পৌঁছলে তাদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানে কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
কোটাবিরোধী আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে।
তবে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কয়েকজন সাধারণ ছাত্রকে সামনে রেখে আন্দোলনকারীরা কক্সবাজার সরকারি কলেজে পরীক্ষা চলাকালে গাড়ি ভাংচুর ও লাঠি নিয়ে হামলা করেছে।
কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, দুই দলকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে, বিকালে কক্সবাজার শহরে ফের আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় জেলা আ.লীগের কার্যালয়ে থাকা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করে আন্দোলনকারীরা।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈন উদ্দিন বলেন, আমরা পার্টি অফিসে অবস্থান করছিলাম। হঠাৎ অফিসে ঢুকে আমাদের ওপর হামলা করে এবং অফিস ভাঙচুর করে। এসময় ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী আহত হয়।
অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থী শাকিল আহমদ জানান, ছাত্রলীগ তাদের ওপর প্রথম হামলা চালিয়েছে। তাদের অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি রকিকুজ্জামান বলেন, জেলা জাসদ এর অফিসসহ আওয়ামী লীগের অফিসে করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

আল্লাহভীরু নেতৃত্ব কায়েম হলে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জনপদে পরিণত হবে

টেকনাফে সাগরে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

নাফনদে নৌকাডুবির ঘটনায় ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার 

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

সাংবাদিক সংসদ, কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

কুরআনের সংস্পর্শেই যেই এসেছে তারই দাম বেড়েছে : এমপি প্রার্থী ভিপি বাহাদুর

“উন্নত চরিত্র ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে”-শিক্ষাশিবিরে জেলা আমীর

ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, কক্সবাজারে ধর্ম উপদেষ্টা 

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার শাখার ইফতার সম্পন্ন

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার নির্বাচনের বিরুদ্ধে করা মামলা খারিজ : নির্বাচনে আর বাঁধা নেই

নারায়ণগঞ্জে আরসা প্রধানসহ ৬ সদস্য গ্রেপ্তার, ১০ দিনের রিমান্ড