ঢাকাশুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. উপজেলা

সেন্টমার্টিনে ভিড়ল মিয়ানমারের রোহিঙ্গা বোঝাই ট্রলার

প্রতিবেদক
সেন্টমার্টিন প্রতিনিধি
৫ জুলাই ২০২৪, ৪:২৩ বিকাল

Link Copied!

দুর্যোগের মুখে পড়ে কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনে ভিড়েছে মিয়ানমারের রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার। এতে ৩১ জন রোহিঙ্গার সঙ্গে আছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সদস্য।
শুক্রবার (৫ জুলাই) সকালে ট্রলারটি দ্বীপের উত্তর/পশ্চিম সৈকতে এসে ভিড়ে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
তিনি জানান, এসব রোহিঙ্গা ও বিজিপি সদস্যরা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন।
 ৩১ রোহিঙ্গার মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন নারী ও ১১ শিশু রয়েছে। সশস্ত্র বিজিপি সদস্যদের মধ্যে একজন ক্যাপ্টেন ও অন্যজন সার্জেন্ট।
রোহিঙ্গা ও বিজপি সদস্যদের বরাতে মুজিবুর রহমান বলেন, তারা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে মিয়ানমারের মংডু শহর থেকে সমুদ্র পথে ট্রলারটি রওনা হয়। মিয়ানমারের জলসীমায় থাকা দেশটির নৌবাহিনীর জাহাজে যাওয়ার কথা ছিল তাদের। পরে নৌবাহিনীর জাহাজে করে তারা সিত্তওয়ে শহরে যাওয়ার কথা। কিছু দূর আসার পর ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এর মধ্যেই প্রচন্ড বৃষ্টি ও ঝড়ের মুখে পড়ে ট্রলারটি সেন্টমাটিনের উত্তর/পশ্চিম সৈকতে চলে আসে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে সেন্টমার্টিন উত্তর গুলাচ্চরে একটি ট্রলারে লাইটের সিগন্যাল দেখতে পান দ্বীপের স্থানীয় জেলেরা। তারা বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের খবর দেন। সেন্টমার্টিন বিজিবি টহল টিম সেখানে গিয়ে সবাইকে নিজেদের হেফাজতে নেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, আমিও খবর পেয়েছি। বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্ট গার্ড।
সেন্টমার্টিন দ্বীপের বিজিবির দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেনের জানান, ট্রলারে করে ওরা ৩৩ জন এসেছে। তাদেরকে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

আল্লাহভীরু নেতৃত্ব কায়েম হলে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জনপদে পরিণত হবে

টেকনাফে সাগরে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

নাফনদে নৌকাডুবির ঘটনায় ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার 

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

সাংবাদিক সংসদ, কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

কুরআনের সংস্পর্শেই যেই এসেছে তারই দাম বেড়েছে : এমপি প্রার্থী ভিপি বাহাদুর

“উন্নত চরিত্র ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে”-শিক্ষাশিবিরে জেলা আমীর

ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, কক্সবাজারে ধর্ম উপদেষ্টা 

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার শাখার ইফতার সম্পন্ন

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার নির্বাচনের বিরুদ্ধে করা মামলা খারিজ : নির্বাচনে আর বাঁধা নেই

নারায়ণগঞ্জে আরসা প্রধানসহ ৬ সদস্য গ্রেপ্তার, ১০ দিনের রিমান্ড