সুত্র জানায়, গত ১০ আগস্ট রাত সাড়ে ৮টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ মায়ানমার হতে বিপূল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে কতিপয় ব্যক্তি হ্নীলা পূর্ব সিকদার পাড়া সংলগ্ন মগপাড়ার ডা: সাইফুদ্দিন খালেদ ওরফে ডাক্তার কালুর ভাড়া বাসায় কতিপয় রোহিঙ্গা নাগরিক অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল অভিযানে গিয়ে বাড়িটি ঘেরাও করে রাখে। পরে উপস্থিত লোকজনের উপস্থিতিতে তল্লাশীকালে সন্দেহভাজন দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে উখিয়া উপজেলার ১৩নং ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা নাগরিক মৃত লিয়াকত আলীর পুত্র ইয়াহিয়া খান (৪৫) এবং মায়ানমারের মন্ডু সুধা পাড়ার মৃত মীর আহমদের পুত্র আনোয়ার সাদেক (৪০) কে ২টি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। ধৃতদের ব্যাটালিয়ন সদরে নিয়ে জিজ্ঞাসাবাদের পর জব্দকৃত ব্যাগ তল্লাশী করে ২৮কোটি ৭৫লক্ষ টাকা মূল্যমানের ২৯.১৫কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং বাংলাদেশী নগদ ২৬হাজার ১০টাকা উদ্ধার করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবি,এমএস) জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার এবং বাংলাদেশী টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা করতঃ আটককৃত ২জন আসামীর বিরুদ্ধে সরকারী কর-শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে তথ্যানুসন্ধানে জানা যায়, গত সপ্তাহ দুয়েক ধরে মায়ানমার সীমান্তের বিভিন্ন গ্রাম ও পয়েন্টে কৌশলে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হামলা, নির্যাতন, ধর্ষণ, খুনসহ বিবিধ অপরাধের মাত্রা বেড়ে গেছে। তাই বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সুযোগে কতিপয় আদম পাচারকারী সিন্ডিকেট রোহিঙ্গাদের এদেশে অনুপ্রবেশে উৎসাহী হয়ে উঠে। রোহিঙ্গা এপারে চলে আসার জন্য নৌকায় উঠলে ওপার সীমান্তে দায়িত্বরতদের অনেকে বোম্পিং করে নৌকা ডুবিয়ে দেয়। আবার অনেক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুরা এপারে চলে আসার সময় নৌকা ডুবির ঘটনায় পৃথকভাবে বাংলাদেশ সীমান্তে ৩৫জনের অধিক মৃতদেহ উদ্ধার করে।
রোহিঙ্গা নাগরিক সুত্রে আরো জানা যায়,ওপারে লুটপাট থেকে রেহায় পেতে ধৃত আনোয়ার সাদেক তার গ্রামের বিভিন্ন বড় লোকদের শেষ সহায়-সম্বল এসব স্বর্ণালংকার নিয়ে এপারে কতিপয় দালালের মাধ্যমে রাতে চলে আসে। পরে বিজিবি খবর পেয়ে অভিযান চালিয়ে উক্ত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ এই দুইজনকে আটক করতে সক্ষম হয়।