শেখ হাসিনার পতনের পর ক্ষমতার পটপরিবর্তনের মধ্যে বৃহস্পতিবার শপথ নিতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারে অন্য কারা থাকছেন তা নিয়ে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না।
তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে ঢাকা টাইমস বেশ কিছু উল্লেখযোগ্য নাম নাম জানতে পেরেছে, যারা এই অন্তর্বর্তী সরকারে ঠাঁই পেতে চলেছেন।
উচ্চপর্যায়ের সূত্র থেকে ধারনা মিলেছে, উপদেষ্টা হতে পারেন এমন বেশ কিছু উল্লেখযোগ্য নাম নিয়ে আলোচনা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও দুজন প্রতিনিধি রাখতে চাইছেন। সেই দুজন হতে পারেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।
উপদেষ্টা হতে পারেন এমন সম্ভাব্য বেশ কিছু নাম জানতে পেরেছে। এদের মধ্যে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুক-ই-আজম।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারে ১৫ জনের নামের একটি তালিকা তৈরি করে রেখেছিল। ড. ইউনূস দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত করার কথা ছিল।
এরইমধ্যে বৃহস্পতিবার দুপুরে প্যারিস থেকে দেশে ফিরেছেন শপথের অপেক্ষায় থাকা অন্তর্বর্তী সরকারের এই প্রধান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান এবং পুলিশ প্রধান। পরে সমন্বয়কদের সঙ্গে নিয়েই ইউনূস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
দেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বলেন, ‘তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এরা এ দেশকে রক্ষা করেছে। তরুণরা দেশকে পুর্নজন্ম দিয়েছে।’