ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. কক্সবাজার

দখলমুক্ত হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি :  উচ্চশিক্ষায় কক্সবাজারকে এগিয়ে নেয়ার প্রতিজ্ঞা 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

Link Copied!

স্বৈরাচারের কবল থেকে দখলমুক্ত হলো কক্সবাজারের একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ছাত্র-জনতার গণঅভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনে দীর্ঘ সাড়ে চার বছর পর বিশ্ববিদ্যালয় রাহুমুক্ত হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরেছে। এবার সগৌরবে এগিয়ে যাবে প্রতিষ্ঠানটি। শ্বেতপত্র প্রকাশ হবে দুর্নীতিবাজ সিন্ডিকেটের। এসব নিয়ে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন মোঃ মুজিবুর রহমান।
মঙ্গলবার ( ১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, উচ্চশিক্ষায় কক্সবাজারকে এগিয়ে নেয়ার স্বপ্ন থেকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলাম। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর প্রথম ৭ বছরের রেকর্ড খুবই চমকপ্রদ ছিল। মাঝপথে এসে ২০২০ সালে একটি অবৈধ দখলবাজ চক্র কক্সবাজারবাসীর এ সম্পদকে লুটেপুটে খাওয়ার মিশনে নামে। আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দীন আহমদ (মাছ সালাহ উদ্দীন) এর নেতৃত্বে একটি দখলদার গোষ্ঠী বেআইনিভাবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব হাতে নিয়ে শিক্ষার পরিবেশকে ধ্বংস করে। বিশ^বিদ্যালয়কে রাজনৈতিক দলের অফিস বানিয়ে নেয়। যে কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের প্রাণের ক্যাম্পাস থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়। ঠিক এমন দুঃসময়ে দেশের ছাত্র-জনতার স্বত:স্ফূর্ত গণঅভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অবশেষে ভুক্তভোগী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের আহবানে আমি প্রতিষ্ঠানের হাল ধরি।
লায়ন মোঃ মুজিবুর রহমান দুঃখ করে বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ইউজিসির সুষ্পষ্ট নীতিমালা থাকলেও তার কোন তোয়াক্কা করেনি সালাহ উদ্দীন সিন্ডিকেট। ইচ্ছে মত নিয়োগ দিয়েছে। ছাঁটাই করেছে। নামে বেনামে বিশ^বিদ্যালয়ের টাকা তছরুফ করেছে। রাজনৈতিক স্বার্থ হাছিলের জন্য বিশ^বিদ্যালয়কে ব্যবহার করেছে। যেকারণে বিশ^বিদ্যালয়ের দুর্নীতির তদন্তে ইউজিসি থেকে কক্সবাজারে একাধিকবার টিম আসে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, দখলদার সালাহউদ্দীন আহমদ, ভিসি ড. গোলাম কিবরিয়া ও আ. ক.ম গিয়াস উদ্দীন মিলে পুরো বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ধ্বংস করার পাশাপাশি দুর্নীতি ও লুটপাটের  মহোৎসব চালিয়েছে, যার শে^তপত্র শীঘ্রই প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে মোঃ মুজিবুর রহমান বলেন,  আমি পর্যটন নগরী খ্যাত কক্সবাজার তথা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি। গত ২ জুুন ২০২০ আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়েরের মধ্য দিয়ে ইউনিভার্সিটি ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান সালাহ উদ্দীন আহমদ বৈশ্বিক মহামারিজনিত লকডাউন চলাকালে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ে একচ্ছত্র কর্তৃত্ব কায়েম করেন। এরপর তিনি ট্রাস্টকে পাশ কাটিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা দাবি করে অনেক শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে নিয়োগ বাণিজ্য শুরু করেন। বিগত ১৫/০৯/২০১৩ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এবং ৬/১০/২০১৩ ইউজিসি কর্তৃক আমার নামে বিশ্ববিদ্যালয় অনুমোদনের চিঠি প্রাপ্ত হই। পরবর্তীতে দীর্ঘ ৭ বছর যাবত শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি থেকে আমার বরাবরে প্রতিষ্ঠাতা/উদ্যোক্তা সম্বোধন করে বিভিন্ন সময়ে পত্র আদান-প্রদান হয়। অপরদিকে খোদ সালাহ উদ্দীনও দীর্ঘ ৭ বছর যাবত আমাকে প্রতিষ্ঠাতা/উদ্যোক্তা সম্বোধন করে বিওটির সভা এবং বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করেছেন, যা সকলে অবগত আছেন।
সংবাদ সম্মেলনে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী, সহ-সভাপতি জিএএম আশেক উল্লাহ, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, শামসুল হক শারেক, ইকরাম চৌধুরী টিপু ও হাসানুর রশীদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদের ‘নাম ভাঙ্গিয়ে’ প্রতারণা, গুলশান থানায় জিডি

কক্সবাজারের ৪ থানার ওসি প্রত্যাহার

জাতীয় নাগরিক কমিটিতে কক্সবাজারের সুজা

কক্সবাজারে নতুন পুলিশ সুপারের যোগদান

‘জুলাই বিপ্লবে’ শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

মা হলেন দীপিকা পাড়ুকোন

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে

রামুতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে মসজিদ ও মন্দিরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সংযোগ চালু

বাংলাদেশে ওয়ানপ্লাস-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার

গণঅভ্যুত্থান জাদুঘরে তুলে ধরা হবে ১৬ বছরের নির্যাতনের চিত্র: তথ্য উপদেষ্টা

গণঅভ্যুত্থান জাদুঘরে তুলে ধরা হবে ১৬ বছরের নির্যাতনের চিত্র: তথ্য উপদেষ্টা