ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি
  3. উপজেলা

১৬ বছর পর টেকনাফ উপজেলা মিলনায়তনে জামায়াতের কর্মী সম্মেলন
রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করতে দেব না-মু : শাহজাহান

প্রতিবেদক
ছৈয়দ আলম,কক্সবাজার আলো
৩০ আগস্ট ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ

Link Copied!

ছাত্র জনতার আত্মত্যাগ ও রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করতে দেওয়া হবে না। অনেক কষ্ট আর ত্যাগের এই স্বাধীনতা ধরে রাখতে হবে। জনকল্যান কাজ আর নিজেকে দেশপ্রেমিক হিসেবে মাঠে ময়দানে প্রজ্ঞা ও মেধা দিয়ে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান উক্ত কথাগুলো বলেন।

৩০ আগষ্ট (শুক্রবার) সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি আরো বলেন, বিগত ১৬ বছর ধরে জেল-জুলুম, নির্যাতন সহ্য করে ঠিকিয়ে আছে এ কাফেলা। শততা ও দেশ প্রেম দিয়ে গণমানুষের  সংগঠনে পরিণত আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী।

টেকনাফ উপজেলা আমীর অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা রফিক উল্লাহ বাহারী/হ্নীলা ইউনিয়ন আমীর মুহাম্মদ গিয়াস উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও হোয়াইক্যং ইউপি’র বারবার নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুস ছোবহান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ কবির আহমদ, পৌরসভা সভাপতি শাহ মুহাম্মদ জুবাইর, পৌর সহসভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ ইসমাইল, হোয়াইকং ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মোঃ ইব্রাহিম খলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের টেকনাফ উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, বাহারছড়া ইউনিয়ন আমীর মাওলানা মোস্তাক আহমেদ, সাবেক ছাত্রনেতা মো: ছিদ্দিকুর রহমান, মুহাম্মদ হানিফ, সাবেক ছাত্রনেতা সরওয়ার আলম, শাহ আলম, ইসলামি ছাত্র শিবির কক্সবাজার শহর শাখার সেক্রেটারী আব্দুর রহিম নূরী, টেকনাফ সদর ইউনিয়ন সভাপতি মাওলানা নাসির উদ্দিন, পৌর সেক্রেটারি রবিউল আলম ও টেকনাফ উপজেলা শিবিরের অফিস সম্পাদক মুহাম্মদ শাফী। ইসলামি সংগীত পরিবেশন করেন-শিল্পী সাদ্দাম হোসাইন ও ঈসা বিপ্লব। দীর্ঘ ১৬ বছর পর টেকনাফ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রকাশ্যে জামায়াতের বিশাল কর্মী সম্মেলন হয়েছে। এতে মিছিলে মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেছে।

আরও পড়ুন

পেকুয়ায় নিখোঁজের পর দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার

দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করা কিলার মুছা কক্সবাজারে গ্রেপ্তার

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বিএনপি

দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি: জামায়াত

ডুসাটের নতুন সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন 

এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারা

টেকনাফে ছাত্র জনতার উপর হামলার পলাতক আসামী গ্রেফতার

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে

রাজনৈতিক দূর্বৃত্তপনার কারণেই বৌদ্ধ বিহারে হামলার বিচার হয়নি

টেকনাফে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্র-জনতা