কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব থেকে পদায়ন হয়েছেন।
মোহাম্মদ সালাহ উদ্দিন হবেন কক্সবাজারের ২৫ তম জেলা প্রশাসক।
সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব হোসনা আফরোজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের নতুন ডিসি মোহাম্মদ সালাহ উদ্দিনসহ উপসচিব পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার বিভিন্ন বিভাগ ও দপ্তরের সংস্কার শুরু করেছে। এরই অংশ হিসেবে গত ২০ আগস্ট কক্সবাজারসহ দেশের বেশিরভাগ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যহার করে নিয়েছিল।