কক্সবাজার জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মুহাম্মদ রহমত উল্লাহ। রোববার (৮ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্বগ্রহণ করেন তিনি।
কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন।
পরে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নবাগত পুলিশ সুপার পরিচিত হন এবং মতবিনিময় করেন।
এ সময় কর্মরত অফিসার ফোর্সদের সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।